পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ২ ও ২ চন্দ্রশেখর। ఉ-వా • جه د ,tsی. ww-fRه ) ' জীবন যার্থক! আর বিলম্ব করিতেছকেন? আমার রাগ হইতেছে।” বিতাম, যদি পিতৃ মাতৃ কুলে কাহারও অমুসন্ধান পাই, তবে তাহার গৃহে গিয়া থাকি। | নচেৎ কাশী গিয়া ভিক্ষা করিয়া খাইব । ! নচেৎ জলে ডুবিয়া মরিব । এখন কলিকাতায় যাইতেছি । যাই, দেখি কলিকাতা | कि न । भब्रिटङ श्ञ, नाश्त्व भदि । মরণ ত হাতেই আছে। এখন আমার মরণ বই আর উপায় কি ? কিন্তু মরি আর বাচি, আমি প্রতিজ্ঞা করিয়াছি আর ঘরে ফিরিব না । তুমি অনর্থক আমার জন্য এত ক্লেশ করিলে—ফিরিয়া যাও। আমি যাইব না। মনে করিও, আমি মরিয়াছি। আমি মরিব, তাহ নিশ্চিত জানিও। তুমি যাও!” তখন সুন্দরী আর কিছু বলিল না । রোদন সম্বরণ করিয়া গাত্রোথান করিল, বলিল, “ভরসা করি, তুমি শীঘ্ৰ মরিবে! দেবতার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, যেন মরিতে তোমার সাহস হয়! কলিকাতায় যাইবার পূৰ্ব্বেই যেন তোমার মৃত্যু হয়! ঝড়ে হোক, তুফানে হোক, নৌকা ডুবিয়া হোক, কলিকাতায় পৌঁছি শৈ। “দেখ, গৃহে থাকিতে মনে ভা- { ! কেমন। দেখি, কলিকাতায় ভিক্ষা মিলে | করিয়া কাল কাটাইতে পারিলেই তোমার । ছড়িয়াফেলিয়াদিয়া স্বামীর নিকট প্রত্যা বৰ্ত্তন করিল। পঞ্চম পরিচ্ছেদ । চন্দ্রশেখরের প্রত্যাগমন । চন্দ্রশেখর, ভবিষ্যৎ গণিয়া দেখিলেন। দেখিয়া রাজকৰ্ম্মচারীকে বলিলেন, “মহা ! শয় আপনি নবাবকে জানাইবেন, আমি | গণিতে পারিলাম না।” রাজকৰ্ম্মচারী জিজ্ঞাসা করিলেন, “কেন মহাশয় ?” - চন্দ্রশেখর বলিলেন, “সকল কথা গণনায় । স্থির হয় না। যদি হইত তবে মনুষ্য সৰ্ব্বজ্ঞ হইত। বিশেষ, জ্যোতিষে আমি । অপারদর্শী।” রাজপুরুষ বলিলেন, “অথবা রাজার অপ্রিয় সম্বাদ বুদ্ধিমান গণকে প্রকাশ করে না। যাহাই হউক, আপনি যেমন বলিলেন, আমি সেইরূপ রাজসমীপে নিবেদন করিৰ । চন্দ্রশেখর বিদায় হইলেন । রাজকৰ্ম্ম চারী তাহার পাথেয় দিতে সাহস করিলেন না। চন্দ্রশেখর ব্রাহ্মণ এবং পণ্ডিত কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত নহেন-ভিক্ষা গ্রহণ করেন না । কাহারও কাছে দান গ্রহণ করেন না। গৃহে ফিরিয়া আসিতে দূর হইতে চজশেখর নিজগৃহ দেখিতে পাইলেন। +ে খিবামাত্র তাহার মনে আহলাদের সঞ্চরি झहैन । कक्षप्लथब्र उरुद्ध, उपबिङ* !