পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰৱৰ্ণম, ভা, ১২৮* ) ' আপনাপনি জিজ্ঞাসা করিলেন, কেন, বিদেশ হইতে আগমন কালে স্বগৃহ দেখিয়া হৃদয়ে আহলাদের সঞ্চার হয় কেন? আমি কি এত দিন আহার নিদ্রার কষ্ট পাইয়াছি ? গৃহে গেলে বিদেশ অপেক্ষ কি মুখে স্বর্থী হইব ? এ বয়সে আমাকে গুরুতর মোহ বন্ধে পড়িতে হইয়াছে, সন্দেহ নাই । ঐ গৃহমধ্যে আমার প্রেয়সী ভাৰ্য্যা বাস করেন, এই জন্য আমার এ আহলাদ? ঋষির বলেন, সকলই মায় ! কিছুই মায়া নহে, তাহারাই মায়ার মায়ায় মুগ্ধ । গীতায় ভগবান বলিয়াছেন, এ বিশ্বব্ৰহ্মাও সকলই আমি যদি তাই, তবে কাহারও প্রতি প্রেমাধিক্য কাহারও প্রতি অশ্রদ্ধা জন্মে কেন ? সকলই ত সেই সচ্চিদানন্দ ! আমার যে তল্পী লইয়া আসিতেছে তাহার প্রতি একবারও ফিরিয়া চাহিতে ইচ্ছ। হইতেছে না কেন? আর সেই উৎফুল্ল কমলাননার মুখপদ্ম দেখিবার জন্য এত কাতর হইয়াছি কেন? আমি ভগবদ্বাক্যে অশ্রদ্ধা করি না, কিন্তু আমি দারুণ মোহজালে জড়িত হইতেছি । এ মোহজাল কাটিতেও ইচ্ছা করে না—যদি অনন্তকাল বঁচি, তবে অনন্তকাল এই মোহে আচ্ছন্ন থাকিতে বাসনা করিব । কতক্ষণে আবার শৈবলিনীকে দেখিব ? অকস্মাৎ চজশেখরের মনে অত্যন্ত ভয় *क्षfब्र श्ल । गकि दांऍौ किग्रा ऐलदগিনীকে না দেখিতে পাই? কেন দেখিতে *रैिव ना? यति औज़ा शहेग्रा थाटक? " ত সকলেরই হয়—আরাম হইবে।

ఫిavరి চজশেখর ভাবিলেন, পীড়ার কথা মনে হওয়াতে এত অসুখ হইতেছে কেন ? কাহার না পীড়। হয়? তবে যদি কোন কঠিন পীড়া হইয়া থাকে? চন্দ্রশেখর দ্রুত চলিলেন। যদি পীড়া হইয় থাকে, ঈশ্বর শৈবলিনীকে আরাম করিবেন, আমি স্বস্ত্যয়ন করিব। যদি পীড়া ভাল না হয়! চন্দ্রশেখরের চক্ষে জল আসিল । ভাবিলেন, ভগবান, আমায় এ বয়সে এ রত্ন দিয়া আবার কি বঞ্চিত করিবেন! তাহরই বা বিচিত্র কি—আমি কি তাহার এতই অনুগৃহীত সে তিনি আমার কপালে মুখ বই দুঃখ বিধান করিবেন না ? হয় ত | ঘোরতর দুঃখ আমার কপালে আছে। । যদি গিয়া দেখি শৈবলিনী নাই ?—যদি ৷ গিয়া শুনি যে শৈবলিনী উৎকট রোগে প্রাণত্যাগ করিয়াছে ? তাহা হইলে আমি বঁচিব না । চন্দ্রশেখর অতি দ্রুতপদে চলিলেন পত্নীমধ্যে পহুছিয়া দেখিলেন, প্রতিবাসীরা তাহার মুখ প্রতি অতি গম্ভীর ভাবে চাহিয়া দেখিতেছে—চন্দ্রশেখর সে চাহনির অর্থ বুঝিতে পারিলেন না। বালকের তাহাকে দেখিয়া হাসিল। প্রা চীনেরা তাহীকে দেখিয়া পশ্চাৎ ফিরিয়া দাড়াইল । কেহ কেহ দূরে থাকিয়া ওঁহার পশ্চাদবর্তী হইল। চন্দ্রশেখর বিস্থিত হইলেন—ভীত হইলেন—অন্যমন হইলেন-—কোন দিগে না চাহিয়া আপন গৃহদ্বারে আসিয়া উপস্থিত হইলেন। দ্বার রুদ্ধ। বাহির হইতে দ্বার ঠেলিলে । ভৃত্য বহির্ক্সটার দ্বাব খুলি দিল। চন্দ্র so