পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ 8 শেখরকে দেখিয়া, ভূত্য র্কাদিয়া উঠিল। চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন, “কি হয়েছে?” ভূত্য কিছু উত্তর না করিয়া কাদিতে কঁাদিতে চলিয়৷ গেল। চন্দ্রশেখর মনে২ ইষ্টদেবতাকে স্মরণ করিলেন । দেখিলেন উঠানে বাট পড়ে নাই, চণ্ডীমণ্ডপে ধূলা । স্থানেই পোড়া মশাল—স্থানে২ কবাট ভাঙ্গা । চন্দ্রশেখর অন্তঃপুরমধ্যে প্রবেশ করিলেন । দেখিলেন, সকল ঘরেই দ্বার বাহির হইতে বন্ধ । দেখিলেন, পরিচারিকা ত{হাকে দেখিয়া, সরিয়া গেল। শুনিতে পাইলেন, সে বাটীর বাহিরে গিয়া চীৎকার করিয়া কাদিতে লাগিল । তখন চন্দ্র শেখর, প্রাঙ্গন মধ্যে দাড়াইয়া, অতি উচ্চৈস্বরে বিকৃতকণ্ঠে ডাকিলেন,—

  • শৈবলিনি! ” কেহ উত্তর দিল না ; চন্দ্রশেধরের বিকত কণ্ঠ শুনিয়া রোরুদ্যমান পরিচারি | কাও নিস্তব্ধ হইল ।

চন্দ্রশেখর আবার ডাকিলেন । গুহমধ্যে ধ্বনি প্রতিধ্বনিত হইতে,লাগিল— কেহ উত্তর দিল না । ততক্ষণ শৈবলিনীর চিত্রিত তরণীর উপর গঙ্গাস্থসঞ্চারী মৃদুপবন হিল্লোলে, ইং রাজের লাল নিশান উড়িতেছিল--মাঝিরা সারি গায়িতে ছিল। 離 彝 哆 弊 摯 চন্দ্রশেখর সকল শুনিলেন । চন্দ্রশেখর । (बन्न क्कम, Ref8, ه بيچ ده { তখন, চন্দ্রশেখর সযত্নে গৃহপ্রতিষ্ঠিত শালগ্রাম শিলা সুন্দরীর পিতৃগৃহে রাখিয়া আসিলেন। তৈজস, বস্ত্র, প্রভৃতি, গার্হস্থ দ্রব্যজাত দরিদ্র প্রতিবাসীদিগের ডাকিয়া বিতরণ করিলেন। সায়াহ্নকাল পর্য্যন্তু এই সকল কাৰ্য্য করিলেন । সায়াহ্নকালে আপনার অধীত, অধ্যয়নীয়, শোণিততুল্য প্রিয়, গ্ৰন্থ গুলিন সকল একে একে অ|নিয়া একত্রিত করিলেন । একে২ প্রাঙ্গণ মধ্যে সাজাইলেন—সাজাইতে সাজাইতে এক একবার কোন খানি খুলিলেন—আবার না পড়িয়াই তাহ বাধিলেন,–স. কল গুলিন প্রাঙ্গণে রাশীকৃত করিয়া সাজাইলেন । সাজাইয়া, তাহাতে অগ্নি প্রদান করিলেন । অগ্নি জলিল । পুরাণ, ইতিহাস, কাব্য, অলঙ্কার, ব্যাকরণ, ক্রমে২ সকলই ধরিয়া উঠিল, 'মন্থ, যাজ্ঞবল্ক, পরাশর, প্রভৃতি স্মৃতি ;-স্থায়, বেদান্ত, সাংখ্য, প্রভৃতি দর্শন —কল্পস্বত্র, আরণ্যক, উপনিষদ, একে একে সকলই অগ্নিস্পৃষ্ঠ হইয়া জলিতে লা ! গিল । বহুযত্নসংগৃহীত, বহুকাল হইতে অধীত সেই অমূল্য গ্ৰন্থরাশি ভস্মাবশেষ হইয়া গেল । রাত্রি এক প্রহরে গ্রন্থদহ সমাপন করিয়া, চন্দ্রশেখর উত্তরীয় মাত্র গ্রহণ ক রিয়া ভদ্রাসন ত্যাগ করিয়া গেলেন । কোথায় গেলেন, কেহ জানিল না-কেই জিজ্ঞাসা করিল না । శి:: 密码 الاقتتحكم two- g وفية