পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミン ケ * বলিয়া তথাকার সাহেবেরা এই শব্দকে zfặ"ff=ī cēto (Burisaul gun) ItāR কিন্তু অপর জেলার অন্তর্গত স্বন্দর বনের নানা স্থান হইতে এই শব্দ শুনিতে পাওয়া যায়। ঐ সকল অঞ্চলের অপর সাধারণ সকলেই জানে যে ইহা তোপধ্বনি বা মনুষ্য কৃত কোন শব্দ নহে। অনেকে বিবেচনা করে যে ইহা যমপুরীর কোন শব্দ হইবে, কেননা এই শব্দ বর্ষাকালে আরম্ভ হয় ; আর সেই বর্ষাকালেই এ অঞ্চলে জরপীড়ায় অনেকে মরে । অনেক বিজ্ঞ ইংরাজের অনুভব করেন যে এই ! ভয়ানক শব্দ পৃথিবীর গৰ্ত্ত হইতে আসি অশোক বনে সীতা । •جج د ,:ws-fa, st* ) ' তেছে। বাস্তবিক তাহা সত্য, কিন্তু এবার পৃথিবীর গৰ্ত্তে যে কি আছে তাহ কেহই নিশ্চয় করিতে পারেন নাই । সকলেই বলেন যে বর্ষাকালে এই শক আরম্ভ হইয়া থাকে। যদি তাহা সত্য হয়, তবে জলবৃদ্ধির সহিত ইহার কোন সম্বন্ধ থাকিতে পারে। কিন্তু সে সম্বন্ধ কি তাহা প্রকাশ নাই । বাঙ্গালীয় ভূতত্ত্ববিৎ অতি অল্প আছেন তাহাদিগের মধ্যেও এবিষয়ে কেহ বিশেষ অনুসন্ধান করিয়া যে সফল হইয়াছেন এমত বোধ হয় না। কেহ যে কোন অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া ছিলেন এমতও শুনা যায় নাই । o- -ఆనáశ్రీ 签e نه অশোক বনে সীতা । চিত্র নভ কিরীটিনী মূচন্দ্র রজনী, চিত্রি বিকসিত নৈশ কুসুম মালার উদ্যান, সরসীনীর; অযুত তেনে চিত্রি সচঞ্চল চির নীল নীরনিধি, ভাসিছে নিদাঘাকাশে। বিশ্ব চরাচর নীরবে শাস্তির সুধা করিতেছে পান। rচন্দ্রের একটি রশ্মি শিবিরের দ্বারে রহিয়াছে শতরঞ্জি উপরে পড়িয়া, যেন স্থির উল্কাখণ্ড স্থিরতর জ্যোতি । নিরথিয়া সেই রশ্মি বিমল উজ্জল, উদাস হইল প্রাণ; পৰ্য্যঙ্ক ত্যাজিয়া শিবির বাহিরে নব শ্যাম দুৰ্ব্বাদলে বসিলাম মন সুখে; সম্মুখে আমার— অনন্ত, অসীম সিন্ধু! চন্দ্রের কিরণে | খেলিছে অনীল সহ সলীল লহরী, চুম্বি মৃদু কলকলে মম পদতলে রজত বালুকাকীর্ণ ধবল সৈকতে । দক্ষিণে আমার—মৃদ্ধ স্বমধুর কলে ছুটিয়াছে কল্পোণিনী” নাচিয়া নাচিয়া, আলিঙ্গিয়া প্রতিকুল—তীরে গিরি চয়; ধবল উত্তরী যেন মাধবের গলে । অপূৰ্ব্ব প্রকৃতি শোভা। অদুর ভূধর শোভিতেছে মেঘবৎ আকাশের গারে; কেবল কোথায় কোন উচ্চ তরুবর, অরণ্য হইতে তুলি উচ্চতর শির જ4નમૂના મળે ! |