পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাদর্শন, ভাং, ১২৮° ) করিতেছে আকাশের সীমা নিরুপণ; চিত্রিত আকাশ–চন্দ্ৰ—ভূধর—সাগর, চিত্ত বিমোহিনী শোভা! মরি কি সুন্দর! “এমন সময়ে” আমি ভাবিলাম মনে, নিশা-হস্তা ‘মেকৃবেত সাধিল মানস সুপ্ত “ডনকেনেক্স’ রক্তে ; এমন সময়ে নিভাইল অশ্বথামা, ভজিয়া ধূর্জটি,— পাণ্ডব বংশের পঞ্চ প্রদীপ উজ্জল ; এমন সময়ে লক্তিব উদ্যান প্রাচীর, ভেটিল ‘রোমিও'প্রাণু-প্রিয় জুলিয়েটে; নিরখিল চন্দ্র সুর্য্য একত্রে উদয় ; এমন সময়ে, হায় ! প্রণয় যন্ত্রণা নিভাইতে সাগরিক উদ্যান বল্লরী ইয়েছিল করে, দিতে কোমল গ্রীবায়, উদ্বন্ধনে বিনাশিতে দুঃখের জীবন : এমন সময়ে স্বপ্ত কনক লঙ্কায়, একাকিনী শোকাকুল পতির বিরহে কঁদিল অশোক বনে সীতা অভাগিনী; “এমন সময়ে--” সেই সমুদ্রের কূলে ভাবিতে ভাবিতে দেহ হইল অবশ ; ক্রমে অজানিত সেই সমুদ্র বেলায শুইলাম, মুকোমল দুৰ্ব্বাদল ময় শ্যামল শয্যায়। স্নিগ্ধ সমুদ্র নীরজ অনীল বহিতেছিল অতি ধীরে ধীরে ; পশিলামক্রমে নিদ্ৰা—স্বপন-মন্দিরে। রত্ন সোধ কিরাটিনী স্বর্ণ লঙ্ক জিনি, দেখিস্থ শোভিছে রাজ্য জলধি হৃদয়ে শত লঙ্ক! পরিসরে; বাধা ছিল বলে এক চন্দ্র, এক স্থৰ্য্য, রাৰণ দুয়ারে, এই খানে স্বকুমার প্রণয় শৃঙ্খলে কত চন্দ্র, কত স্বর্য্য, প্রতি ঘরে ঘরে অশোক বনে সীত৷ | శి'ఫి রহিয়াছে শৃঙ্খলিত। বহিতেছে বেগে । যেই রম্য রথ শ্রেণী বাম্পে হুতাশনে, অতি তুচ্ছ তার কাছে পুষ্করের গতি । চপল সন্দেশ বছ; যাহার পরশে মরে জীব, সে বিদ্যুৎ দেশ দেশাস্তরে, কন্তু ছায়া পথে, কৰ্ভু জলধির তলে, বহিতেছে রাজ আজ্ঞা । অপূৰ্ব্ব কৌশল বিরাজিয়া স্থানে স্থানে গণে অনায়াসে, সময়ের গতি কিম্বা আকাশের তারা । লঙ্কার অমৃত ফল বানরের করে হইল নিঃশেষ, কিন্তু এ অপূৰ্ব্ব পুরে, জাতীয়-গৌরব রূপ যে অমৃত ফল ফলিতেছে অনিবার, বিনাশিতে তারে পরিবে ন নরে কিম্বা সমরে, অমরে । এমন অমৃত পানে পুরবাসিগণ, আনন্দে শান্তির কোলে করিয়া শয়ন নিদ্রা যায় মন সুখে; হয় রে! কেবল অন্ধকারে কারাগারে বসে একাকিনী একটি রমণীমূৰ্ত্তি করিছে রোদন । কতকাল রমণীর নয়নের জল, ঝরিয়াছে কে বলিবে ? সেই অশ্রুজলে হইয়াছে দুঃখিনীর অঙ্কিত কপোল ; কবরী মবেণী বদ্ধ, জটায় এখন হইয়াছে পরিনত ; হায়! করাঘাতে ক্ষত বিক্ষত ললাট, স্তানে স্থানে কলঙ্কিত: বহুমূল্য পরিধেয় নীল বস্ত্র খানি হইয়াছে জীর্ণ শীর্ণ-নিতান্ত মলিন, ততোধিক রমণীর মলিন বরণ । বহুমূল্য রত্ব রাজি আছিল যথায়, চরণে, প্রকোষ্ঠে, অংসে, উরসে,গ্রীবায়, উদ্বন্ধন-লতিকায় চিহ্নের, মতন,