পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই হিন্দু রাজার শাসিত নহে—কিয়দংশে মুসলমান রাজা । আর झिन्छूझे হউন, বা মুসলমান হউন, সকল স্বাধীন রাজাই ইংরাজের আজ্ঞাকারী, ইংরাজের আজ্ঞানুসারে রাজ্য করিতে বাধ্য। অত এব যদি কেহ বলেন, সমস্ত ভারতবর্ষই । ইংরাজের অধীন, তবে তাহাদিগের সঙ্গে আমরা বিবাদ করিব না । দ্বিতীয় কথাটি ইতিবৃত্তজ্ঞ পণ্ডিতেরাই । শক, এবং যবন, * , এই দুই জাতি কর্তৃক আধুনিক পঞ্জাব ও । অবগত আছেন । উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক ভাগ যে অধিকৃত হইয়াছিল, জেম্স প্রিনসেপ জে । 蠱 নেরল কনিংহাম প্রভৃতি পণ্ডিতেরা তাহার অনেক প্রমাণ সংগ্ৰহ করিয়াছেন। কণিক্ষাদি শক জাতীয় ভারতীয় মহারাজধিরাজের, এক্ষণে পুরাবৃত্তজ্ঞ পণ্ডিত মা ন্ত্রের নিকট সুপরিচিত এবং মীননগর । সংস্থাপক মীন (Menantler) রাজার স্তায়, বন জাতীয় সম্রাটেরাও ইতিহাসে পরি । ष्ट्रेिड । অনুন ত্রিংশত সংখ্যক যোন ভাষ্ঠীর রাজার নামাঙ্কিত মুদ্র পঞ্জাবে ও .डेडद्र পশ্চিমের ভিন্ন২ স্থানে পাওয়া গি

  • যবন শব্দে কেহ মুসলমান না বুঝেন। পূৰ্ব্বকালে যবন বা যোন শব্দে ভাসিয়ানিআী গ্ৰীকদিগের বুঝাইত, এমত প্রমাণ খছে। কোন২ গ্রন্থে যধনের ধৰ্ম্মভ্ৰষ্ট *ীয় বলিয়া বর্ণিত হইয়াড়ে ।

...* প্রাচীন ও অাধুনিক ভারতবর্ষ। , হুবিদ, . আছে । "অরুণদাবনে সাকেতমু’ এ- , কথা পতঞ্জলি মহাভাষো উদাহরণস্থলে । এরূপ ভাবে লিখিয়াছেন যে যবনকৃত অ- ! o-o-o-o-o-o-o-o-o-o: ப_

  • R> |

t যোধ্যবিরোধ যে প্রকৃত ঘটনা, তাহতে সন্দেহ নাই। ঘবনের ভারতবর্ষের মধ্যভাগ জয় না করিলে কখনও অযোধ্যা i i I রোধ করিতে পারিত না। খ্ৰীষ্টীয় চতুর্থ : শতাব্দীতে রক্তবাহু নামে যবন আসিযা : উড়িষ্যা জয় করার কিম্বদন্তী প্রচলিত । থাকা হন্টর সাহেব লিখিয়াছেন। ডাজ্ঞার ভাও দাজী প্রতিপন্ন করিয়াছেন, । যে মধ্য ভারতবর্ষে সাতজন ঘবন রাজা রাজত্ব করিয়াছিলেন। বিষ্ণু পুরাণে অন্ধু ! রাজাদিগের পর আট জন যবন রাজার কথা লেখা আছে । ডাক্তার হণ্টর, “উড়িষ্যা” নামক গ্রস্তে বিচ্ছিন্ন স্বত্র গুলি । সকল একত্রিত করিয়া দেখাইয়াছেন যে : প্রাচীন ভারতবর্ষের স্থানে২ যবন রাজ্য ছিল। লোকে বলে, ডাক্তার হন্টর কিছু । কল্পনাপ্রিয়, তাহার কথার তত গৌরব ! নাই। ইহা স্বীকার করিলেও প্রাচীন | মদ, পতঞ্জলি, বিষ্ণুপুরাণ প্রভৃতিপ্রদত্ত : প্রমাণে অবজ্ঞা করিবার কারণ নাই। : পারসীকের (পহ্লব) ও আরবের প্রাচীন | ভারতবর্ষের পশ্চিম ভাগের কিয়দংশ সময়েই অধিকৃত করিয়া রাখিয়াছিল, ইহা গ্রীক ও আরবদিগের লিখিত ইতিবৃত্তে । কথিত আছে । অতএব দেখা যাইতেছে যে প্রাচীন । ভারতবর্যায়েরা সৰ্ব্বত্র চিরস্বাধীন ছিলেন । না; শক, যবন, পহলব, এবং আরবেরা । কখনই ভারতবর্ষের কোনং অংশে রাজা | ছিল । আধুনিক ভারতবর্ষও সৰ্ব্বত্র পরা- | ধীন নহে। তথাপি ইহ স্নবস্ত স্বীকার ।