পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8० বেশ বুঝিতে পারেন, আমরা যাহার নিকট অত্যধিক উপকৃত হই—তাহাকে দেখিতে পারি না, তাহার প্রতি দ্বেষ করি।” ২৫১ - আমরা এ গ্রন্থের বিশেষ প্রশংসা করি নাই, তাহার এক কারণ এই যে তাহা হইলে ন্যায়রত্ন মহাশয় মনে করিবেন, “এ ব্যক্তি আমার এ প্রশংসনীয় গ্রন্থে অত্যধিক উপকৃত হইয়াছে দেখিতেছি—অতএব এ আমার প্রতি দ্বেষ বিশিষ্ট সন্দেহ নাই।” . প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা। ’ (दजक-fम, छः, ४२४०॥ সেনের জন্য আমরা বিশেষ চিন্তাকুল হইলাম। ন্যায়রত্ন মহাশয় আপনগ্রন্থের ভূ মিকায় তাহার “প্রিয়তম ছাত্র” রামদাস বাবুর নিকট বিশেষ উপকার প্রাপ্তি স্বী কার করিয়াছেন। আমরা রামদাস বাবুকে একটু সতর্ক থাকিতে অনুরোধ করি। স্থায়রত্ন মহাশয় তাহার প্রতি দ্বেষ বিশিষ্ট श्झांरझन । স্থায়রত্ন মহাশয় অতি স্বশিক্ষক, আমরা অবগত আছি । র্তাহার প্রদত্ত শিক্ষায় ন্যায়রত্ন মহাশয় আমাদিগকে তাহার | তাহার ছাত্রেরা বিশেষ উপকৃত। ছায়রত্ন দ্বেষক মনে করেন, ইহা অামাদিগের নিতান্ত অনিচ্ছা সুতরাং একারণেও আমরা গ্রন্থপ্রশংসায় বিরত হইলাম । আমাদিগের প্রিয় হুহৃদ বাবু রামদাস [এদেশের সাধারণ লোকের সংস্কার আছে যে রহস্ত প্রবন্ধ মাত্রেই কোন ব্যক্তিবিশেষের প্রতি লক্ষিত হয়—কোন বিশেষ ব্যক্তিকে গালি না দেওয়া হইলে রহস্ত কোথায়? এইরূপ কুসংস্কারবিশিষ্ট কতিপয় ব্যক্তি, বঙ্গদর্শনে যে “গর্দভ” শির্ষক প্রবন্ধ প্রকাশ হইয়াছিল, ব্যক্তি বিশেষ তাহার উদ্দিষ্ট বলিয়া বুঝিয়াছেন । সে সম্প্রদায়ের মধ্যে যদি কেহ ভদ্রলোক থাকেন, তবে তাহাদিগের নিকট নিবেদিত মহাশয়ও একটু সতর্ক থাকিবেন—ছ৷ ত্রেরা তঁহার প্রতি দ্বেষবিশিষ্ট । . বিদ্যাল য়ের চারি পাশ্বে ইষ্টকাদি যেন পড়িয়া না থাকে । হইতেছি, যে ঐ প্রবন্ধের কোন অংশে ব্যক্তি বিশেষ লক্ষিত হয় নাই । অথবা শ্রেণীবিশেষের সাধারণতঃ সকলেই हुनु নাই । শ্রেণীবিশেষের অস্তিত্ব শূন্ত আদর্শ মাত্র —যাহাকে ইংরেজ সমালোচকের "types” বলেন, তাহাই উহার লক্ষ্য। যেখানে প্রাচীন গ্রন্থকারদিগের নাম আছে, সেখানেও ঐরূপ বুঝিতে হইবে।—গর্দভ লেখক ।] so