পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬৪ Tপাৰ্ব্বতী রাগ করিয়া বলিল, * ডকিতে হইবে না; তাহারা আপনার আসিবে।” | किड़ চারি দণ্ড কাল পর্য্যস্ত অতি বাহিত হইল, ডাকাত কেহ আসিল না । শৈবলিনী তখন দুঃখিত হইয়া বলিলেন, | “ আমাদের কি কপাল ! ডাকাতেরাও ডাকিয়া জিজ্ঞাসা করে না।” পাৰ্ব্বতী কঁাপিতেছিল। অনেকক্ষণ পরে নৌকা আসিয়া, এক চরে লাগিল। নৌকা সেইখানে কিছুক্ষণ লাগিয়া রহিল । পরে, তথায় কয়েক জন লাঠিয়াল এক শিবিকা লইয়। উপস্থিত হইল । অগ্রে অগ্রে রামচরণ । শিবিকা, বাহকের চরের উপর রাখিল। রামচরণ বজরায় উঠিয়া প্রতাপের কাছে চন্দ্রশেখর । t i l | ! i গেল। পরে প্রতাপের উপদেশ পাইয়া, ; সে কামরার ভিতর প্রবেশ করিল। প্রথমে সে, পাৰ্ব্বতীর মুখপ্রতি চাহিয়। শেষে শৈবলিনীকে দেখিল । শৈবলিনীকে বলিল, “আপনি নামুন।” শৈবুলিনী জিজ্ঞাস করিলেন, “তুমি কে,—কোথায় যাইব ?” রামচরণ বলিল, “ আমি আপনার চাকর । কোন চিন্তা নাই—আমার সঙ্গে আসুন । সাহেব মরিয়াছে।” শৈবলিনী নিঃশব্দে গাত্ৰোখান করিয়া রামচরণের সঙ্গে আসিল । রামচরণের সঙ্গে সঙ্গে নৌকা হইতে নামিল। পাৰ্ব্বতী সঙ্গে যাইতেছিল—রামচরণ তাহাকে নিষেধ করিল। পাৰ্ব্বতী ভয়ে নৌকার মধ্যেই রহিল। রামচরণ শৈবলিনীকে । ছিল সেখানে শৈবলিনীকে লইয়া গেল, না। উপরে, লইয়া গিয়া, তাহাকে বি । ou---- (বঙ্গ দশম, অঃ, ১২৮০। শিবিক মধ্যে প্রবেশ করিতে বলিনে, শৈবলিনী শিবিকারূঢ়া হইলেন। রামচরণ শিবিক সঙ্গে প্রতাপের গুহে গেলেন। চন্দ্রশেখর, জগৎশেঠের গৃহে লইয়া যাইতে । বলিয়াছিলেন, কিন্তু তত রাত্রে সেদিগে । স্ববিধা নহে, বলিয়; রামচরণ প্রতাপের । আলয়েই শৈবলিনীকে লইয়া গেল। । তখনও দলনী এবং কুল্সম সেই গৃহে তেই বাস করিতেছিলেন । তাহাদিগের নিদ্রা ভঙ্গ হইবে বলিয়া যেখানে তাহারা শ্ৰম করিতে বলিয়া, রামচরণ আলো । জালিয়। রাখিয়া শৈবলিনীকে প্রণামী করিয়া দ্বার রুদ্ধ করিয়া বিদায় হষ্টল । শৈবলিনী জিজ্ঞাসা করিলেন, “ এ | কাহার বাড়ী?” রামচরণ সে কথা কানে তুলিল না । রামচরণ, আপনার বুদ্ধি খরচ করিয়া শৈবলিনীকে প্রতাপের গৃহে আনিয়া তুলিল । প্রতাপের সেরূপ অনুমতি ছিল না। তিনি ; রামচরণকে বলিয়া দিয়ছিলেন, “পান্ধী ; জগৎশেঠের গুহে লইয়া যাইও ।” রাম । চরণ পথে ভাবিল –এরাত্রে জগৎশেঠের । ফটক "খোলা পাইব কি না ? দ্বারবানেরা | প্রবেশ করিতে দিবে কি না ? জিজ্ঞাসিলে কি পরিচয় দিব ? পরিচয় দিয়া কি আমি খুনে বলিয়া ধরা পড়িব ? সে | সকলে কাজ নাই এখন বাসায় যাওয়াই । ভাল।” এই ভাবিয়া সে পাস্ট্র বাসা | আনিল । - - مکستتست==ء --- سے ... --------سا-۔"