পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

خ==ييییي , avs-fa, sir, s<v - 1) * চন্দ্রশেখর । न तिन তোমাদের হাতেত বন্দুক क्लिश ।।' প্রতাপ অধিকতর ক্রুদ্ধ হইয়া বুলিলেন, তাও করিতাম—কেবল স্ত্রীহত্যার ভয়ে করি নাই। কিন্তু তোমার মরণই ভাল।” শৈবলিনী কঁাদিল । পরে রোদন সম্বর করিয়া বলিল—“আমার মরাই ভাল —কিন্তু অন্যে যাহা বলে বলুক,—তুমি আমায় এ কথা বলিও না। আমার এ দুর্দশ কাহ হতে? তোমা হতে। কে আমার জীবন অন্ধকারময় করিয়াছে ? ভূমি। কাহার জন্য সুখের আশায় নিরাশ হইয়া, কুপথ সুপথ জ্ঞান শূন্য হইয়াছি? তোমার জন্য। কাহার জন্য চিরদুঃখিনী হইয়াছি ? তোমার জন্য। কাহার জন্য আমি গৃহ ধৰ্ম্মে মন রাখিতে পারিলাম না? তোমারই জন্যে। তুমি আমায় গালি দিও না ।” 織 প্রতাপ বলিলেন, “ তুমি পাপিষ্ঠ, তাই তোমায় গালি দিই। আমার দোষ ? ঈশ্বর জানেন, আমি কোন দোষে দোষী নহি। ঈশ্বর জানেন, আমি তোমাকে দেখিয়া পৰ্য্যন্ত তোমাকে সপিণী মনে করিয়া, ভয়ে, তোমার পথ ছাড়িয়া থাকি তাম। তোমার বিষের ভয়ে আমি বেদ গ্রাম ত্যাগ করিয়াছিলাম । তোমার নিজের , হৃদয়ের দোষ—তোমার প্রবৃত্তির দোষ। তুমি পাপিষ্ঠ, তাই আমার দোষ দাও। আমি তোহ্মীর কি করিয়াছি ? শৈবলিনী গৰ্জিয়া উঠিল—বলিল “ তুমি f; করিয়াছ ? কেন তুমি, তোমার * | দিয়াছিলে? আমার স্ফুটনোমুখ যৌবন । কালে, ওরূপের জ্যোতিঃ কেন আমার । সম্মুখে জালিয়াছিলে? আমি কেন তোমাকে দেখিয়াছিলাম? দেখিয়াছিলাম, ত তোমাকে পাইলাম না কেন? না পাইলাম, ত মরিলাম না কেন? তুমি কি জান না, তোমারই রূপ ধ্যান করিয়া গৃহ আমার অরণ্য হই- | য়াছিল? তুমি কি জান না, যে যদি তোমার | সঙ্গে সমন্ধবিচ্ছিন্ন হইলে যদি কখন তোমায় পাইতে পারি, এই আশায় গৃহ ত্যাগিনী হইয়াছি? নহিলে, ফষ্ট্রর আমার কে? শুনিয়া, প্রতাপের মাথায় বজ্ৰ ভাঙ্গিয় পড়িল—সমীপস্থা উৎফুল্ললোচনা শৈবলিনীকে রাক্ষসী বোধ হইতে লাগিল— তিনি বৃশ্চিক দষ্ট্রের ন্যায় পীড়িত হইয়া, সে স্থান হইতে বেগে পলায়ন করিলেন। সেই সময়ে বহিদ্বর্ণরে একটা বড় গোল উপস্থিত হইল । ষোড়শ পরিচ্ছেদ । • গল্‌ষ্টন ওজনসন। রামচরণ নৌকা হইতে শৈবলিনীকে । লইয়া উঠিয় গেলে,এবং প্রতাপ নৌকা । পরিত্যাগ করিয়া গেলে, যে তেলিঙ্গ । শিপাহী প্রতাপের আঘাতে অবসন্ন হস্ত | হইয়া ছাদের উপরে বসিয়াছিল, সে ধীরে । ধীরে তটের উপর উঠিল। উঠিয়া, যে | পথে শৈবলিনীর শিবিকা গিয়াছে সেই । পথে চলিল। অতি দূরে থাকিয়া শিবিকা । SSAS A SAS SSAS SSAS SSAS SSAS AAAAA eTS