পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চঞ্জশেখর । হইয়াছিলেন—সাবধানে বন্দুকটি রাখা হয় নাই; বন্দুকটি রাখিতে পড়িয়া গেল । সেই শব্দে শৈবলিনী চক্ষু চাছিলেন— প্রতাপকে দেখিতে পাইলেন। শৈব: লিনী চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন। তখন শৈবলিনী উচ্চৈঃ স্বরে বলিলেন, “ এ কিএ? কেতুমি!” এই বলিয়া, শৈবলিনী চীৎকার করিয়া, পালঙ্কে মূচ্ছিত হইয়া পড়িলেন। প্রতাপ জল আনিয়া, মূচ্ছিত শৈবলিনীর মুখমণ্ডলে সিঞ্চন করিতে লাগি- লেন—সেমুখ শিশির নিসিক্ত পদোর মত শোভা পাইতে লাগিল। জল, কেশ ! গুচ্ছ সকল আৰ্দ্ৰ করিয়া, কেশ গুচ্ছ সকল ঋজু করিয়া, ঝরিতে লাগিল—কেশ, পদ্মাবলম্বী শৈবালবৎ শোভা পাইতে লাগিল। অচিরাৎ শৈবলিনী সংজ্ঞাপ্রাপ্ত হইল । : প্রতাপ সরিয়া দাড়াইলেন। শৈবলিনী, স্থিরণভাবে বলিলেন, “ কেতুমি ? প্রতাপ? না কোন দেবতা ছলনা করিতে আসি য়াছ ?” প্রতাপ বলিলেন, “আমি প্রতাপ ।” শৈ। একবার নৌকায় বোধ হইয়া ছিল, যেন তোমার কণ্ঠ কানে প্রবেশ করিল ; কিন্তু তখনই বুঝিয়াছিলাম, যে সে ভ্রান্তি । আমি স্বপ্ন দেখিতে দেখিতে তোমাকে জাগিয়াছিলাম, সেই কারণে ভ্ৰান্তি মনে করিলাম।” এই বলিয়া দীর্ঘ নিশ্বাস ত্যাগ করিয়া 1 .„aww-ß, sit, ss( وانما تتيح আসিয়াছিলেন। এখন বন্দুকটি দেয়ালে| শৈবলিনী নীরব হইয়ারছিলেন। মন ঠেস দিয়া রাখিলেন। কিছু অনমনা | লিনী সম্পূর্ণ রূপে স্বস্থিরা হইয়াছেন দে । খিয়া প্রতাপ বিনাবাক্যব্যয়ে গমনোদ্যত । হইলেন। শৈবলিনী বলিলেন, “ যাইও । नां ?? i প্রতাপ অনিচ্ছা পুৰ্ব্বক দাড়াইলেন। শৈবলিনী জিজ্ঞাসা করিলেন, “তুমি এখানে কেন আসিয়াছ ?” প্রতাপ বললেন, “আমার এই বাসা" শৈবলিনী বস্তুতঃ স্বস্থির হয়েন নাই। : হৃদয় মধ্যে অগ্নি জলিতেছিল—র্তাহার নখ পৰ্য্যন্ত কঁাপিতেছিল—সৰ্ব্বাঙ্গ রোমাঞ্চিত . হইয়াছিল। তিনি, আর একটু নীরব থাকিয়া, ধৈর্য্য সংগ্ৰহ করিয়া, পুনরপি বলিলেন, “ আমাকে এখানে কে আনিল?” প্র । “আমরাই আনিয়াছি।” শৈ' “ আমরাই ? আমরাকে ?” প্র । “ আমি আর আমার চাকর?” । শৈ । কেন তোমরা এখানে আনিলে? তোমাদের কি প্রয়োজন? প্রতাপ অত্যন্ত রুষ্ট হইলেন, বলিলেন, ' “তোমার মত পাপিষ্ঠার মুখ দর্শন করিতে নাই তোমাকে মেচ্ছের হাত হইতে । উদ্ধার করিলাম,—আবার তুমি জিজ্ঞাসা । কর এখানে কেন আনিলে?” . শৈবলিনী ক্রোধ দেখিয়া ক্রোধ করিলেন । না—বিনীত ভাবে, প্রায় বাস্প গদগদ ङ्कँग्र दलिट्लन, “शैलेि ८झछ् घट्द्र थॉकी আমার এতই দুর্ভাগ্য মনে করিয়াছিলে,- “ তবে আমাকে সেই খানে মারিয়া ফেলিলে f I