পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭২ ਤ੍ਹਾ-ਡ਼=ਡ਼ਾ =ਡ਼–ੋਡ਼ চন্দ্রশেখর । - م --م.م......---- (५ण न•fम, *N६, ४ २४ ५ ॥ রক্তপুষ্প ধারণ করিয়া, নীল। কাশকে আকাজক্ষা করিয়া দুলিত, কখন তাহাতে ভ্রমর বা ক্ষুদ্র পক্ষী আসিয়া বসিত, তাহ মনে পড়িল তুলসী মঞ্চ—তাহার চরি পার্শ্বে পরিষ্কৃত, স্বমাজ্জিত ভূমি, গৃহপালিত মার্জার, পিঞ্জরে ফুটবাক পক্ষী, গৃহ পাশ্বে সুস্বাদু আস্ত্রের উচ্চবৃক্ষ—সকল স্মরণ পটে চিত্রিত হইতে লাগিল । কত কি মনে পড়িল! কত সুন্দর, সুনীল, মেঘ শূন্য আকাশ, শৈবলিনা ছাদে বসিয়া দেখি তেন, কত সুগন্ধ প্রফুটিত ধবল কুসুম, পরিষ্কার জলসিক্ত করিয়া, চন্দ্রশেখরের পুজার জ2, পুষ্পপাত্র ভরিয়। রাখিয়া দিতেন ; কত মিঞ্চ, মদ, মৃগী বায়ু, ভীমাতটে সেবন করিতেন, জলে কত ক্ষুদ্র তরঙ্গে স্ফটিক বিক্ষেপ দেখিতেন, তাহার তারে কত কোকিল ডাকিত । শৈবলিনী আবার করিয়া করিয়াছিলাম, গৃহের বাহির হইলেই প্র নিশ্বাস ভাবিতে লাগিলেন, マ万t5t

    • মনে

তাপম্ভক দেখিব; মনে করিয়াড়িলাম, আবার পুরন্দরপুরের কুঠিতে ফিরিয়া যাইব—সেখান হইতে ফিরিঙ্গীকে ফাকি দিয়া পলাইয়। যাইব—গিয়া প্রতাপের পদতলে লুটাইয়া পড়িব । আমি পিপ্লরের পার্থী, সংসারের গতি কিছুই জানি তাম না । জানিতাম না, যে মনুষ্যে গড়ে, বিধাতা ভাঙ্গে ; জানিতাম না যে ইংরেজের পিঞ্জর লোহার পিঞ্জর—আমার সাধ্য কি ভাঙ্গি । অনর্থক কলঙ্ক কিনিলাম, জাতি হরিইলাম, পরকাল নষ্ট করি মনই নরক—নহিলে এত দুঃখ পাইলাম লাম।” পাপিষ্ট শৈবলিনীর একথা মনে পড়িল না, যে পাপের অনর্থকতা আরসাধ ; কত কি? বরং অনর্থকতাই ভাল। কিন্তু এক ! দিন সে এ কথা বুঝিবে; একদিন প্রায় ; শ্চিত্ত জন্য সে অস্থি পৰ্য্যস্ত সমর্পণ করিতে | প্রস্তুত হইবে । সে আশা না থাকিলে, আ । মর এ পাপ চিত্রের অবতরণা করিতাম না। পরে সে ভাবিতে লাগিল “ পরকাল? সে ত যেদিন প্রতাপকে দেখিয়াছি, সেই , দিন গিয়াছে। যিনি অন্তর্যামী তিনি সেই । দিনেই আমার কপালে নরক লিখিয়াছেন। ইহকালেও আমার নরক হইয়াছে—আমার । কেন? নহিলে দুই চক্ষের বিষ ফিরিঙ্গীর । সঙ্গে এতকাল বেড়াইলাম কেন? শুধু কি তাই, বোধ হয়, যাহ। কিছু অামার ভাল, : তাহাতেই অগ্নি লাগে। বোধ হয়, আমারই জন্ত, প্রতাপ এই বিপদগ্ৰস্ত । হইয়াছে— আমি কেন মরিলাম না?” । শৈবলিনী আবার কাদিতে লাগিল। : ক্ষণেক পরে চক্ষু মুছিল। ভ্র কুঞ্চিত করিল; : অধর দংশিত করিল; ক্ষণকাল জন্ত তাহার প্রফুল্ল রাজীবকুল্য মুথ, রুষ্ট সর্গের চক্রের : ভীমকান্ত শোভা ধারণ করিল। সে আবার' বলিল, “মরিলাম না কেন?” শৈবলিনী । সহস কঙ্কাল হইতে একটি “ গেজে" . বাহির করিল। তন্মধ্যে তীক্ষুধারণ ক্ষুদ্র ছুরিকা ছিল। শৈবলিনী ছুরিকা গ্রহণ করিল। তাহার ফলক নিস্কোষিত করিয়া; অঙ্গুষ্ঠের দ্বারা তৎসহিত ক্রীড়া করিতে । লাগিল। বলিল, “বৃথার কি এ ছুরি সংগ্ৰহ "گسسسسسسس--