পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ፃ8 সংযম এবং আত্ম বিসর্জন অভ্যাস করিতে ছিলেন । তিনি প্রথমে রাম গোবিন্দ রায়ের কাছে গেলেন। রামগোবিন্দ বলিল, “ আপনি যে পত্ৰ দিয়া গিয়াছিলেন, তাহা এপর্য্যন্ত শেষ করিতে পারি নাই । দলনী বেগম কোথায় গিয়াছে, তাহারই সন্ধানে নবাব বড় ব্যস্ত ।” চন্দ্রশেখর বলিলেন, “ঐ পত্রমধ্যে সেই সন্ধানই আছে ” রামগোবিন্দ বিস্মিত হইল । বলিল, “ পূৰ্ব্বে বলেন নাই কেন ?” চ। বলিলে কোন বিশেষ ফল হইবে, এমত বুঝি নাই । রাম । ভাল, নবাবের বার হইলেই ইহা শীঘ্ৰ শেষ করিব । ততক্ষণ— চ । ততক্ষণ আমি ফিরিয়া আসিতেছি । । চন্দ্রশেখর । (থঙ্গদর্শন, অঃ, ১২৮ তাপের সন্ধানে উপরে উঠিলেন। দেস্কি লেন, প্রতাপ কোথাও নাই—তাহার শয্যোপরি নিদ্রিত। শৈবলিনী । শৈবলিনীকে দেখিয়া চন্দ্রশেখরের দেঙ্গগ্রভাগ কিঞ্চিৎ নমিত হইয়াছিল বটে, কিন্তু তাহা ক্ষণকাল জন্য। চিত্তবেগ আপনি সস্থত হইল। - জরের প্রদাহে দহমান রোগী, স্বচ্ছ শীতল জল দেখিয় তাহাতে ঝাপ দিতে ইচ্ছা করে, কিন্তু বাপ দেয় না। চন্দ্রশেখর কিয়ৎক্ষণ দ্বারদেশে দাড়াইয়া, অনিমিক লোচনে, সুষুপ্ত পত্নীর মুখমণ্ডল দেখিতে লাগিলেন। আর একদিন এই রূপ তাহার স্বযুপ্তিস্বস্থির স্বকৃষ্ণ জপর বাদি শোভিত, বদন মণ্ডল দেখিয়া বিচলিত হইয়াছিলেন, তাহা মনে পড়িল । চন্দ্রশেখর, তখন এই সকল কথা দল | সেই সমূয়ে শৈবলিনীর নিদ্রা ভঙ্গ হইল। নীকে বলিতে প্রতাপের বাসায় আসিলেন। | শৈবলিনী চন্দ্রশেখরকেই দ্বায়ুপথে দেখিয়, তথায়, যে ঘরে দলনীকে রাখিয়া গিয়াছিলেন, তাহা সন্ধান করিয়া দেখিলেন, मननै दा কুল্সম নাই। রামচরণের সন্ধান করিায়, সন্ধান পাইলেন না । ঘরের কবাট ভাঙ্গ দেখিয়া বড় চিন্তিত হইলেন । প্রতাপের সন্ধানার্থ উপরে উঠিলেন । দেখিলেন সিঁড়িতে রক্তের চিহ্ন; রামচরণের আহত চরণ হইতে রক্ত পড়িতে পড়িতে গিয়াছিল সেই রক্তের চিহ্ন । চন্দ্রশেখর বুঝিলেন, কোন বিশেষ বিপদ বিস্মিত, ভীত এবং স্তস্তিত হইয়াছিলেন। শৈবলিনী নিদ্রোথিত হইয়াছেন, দেখিয়া চন্দ্রশেখর আর দাড়াইলেন না । নীচে গেলেন। সেখানে বহিৰ্দ্ধারে ভগ্ন কবাটের উপর বসিলেন । কিয়ৎক্ষণ সেই ভাবে রহিলেন । সে স্থৈৰ্য্যের কথা বর্ণনা করা যায় না—ভৰ্ত্তার অনুগামিনী চিতারূঢ়া সাধবীর স্থৈৰ্য্যের ন্যায়, সেই অদ্ভুত, অলৌকিক, অচিন্তনীয় স্বৈর্য্য! যে জীবস্তে অগ্নি মধ্যে, হাসিতে হাসিতে প্রবেশ করিতে পারে না, সে সেই স্থৈৰ্য্যের ঘটিয়াছে । তখন তিনি দ্রুতপদে, প্র- | কথাও অনুমান করিতে পারে না ।