পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৬ পাখী । (नत्रम•म, অঃ, Ջե e মত পুথি সকল তন্ম করিয়া ফেলিব ; অধীর, নশ্বর মুখাভিলাষী, মারা মুগ্ধ, জন তোমার মত জ্ঞানী ব্যক্তিও যদি এইরূপ জ্ঞানোপার্জনের ফল কি ?” চন্দ্রশেখর আধোবদনে রহিলেন । পাখী । X কোথা হতে পাখি তুমি এসেছ উড়িয়া ?— নহেত এদেশে বাস, কোথা থাক বার মাস ? কোন সুখ ধাম পাথি এসেছ ত্যজিয়া ? এদেশের পাখী যত, নহেত তোমার মত নাহি গায় অবিরত অদৃগু হইয়া— কে তুমি রে বল পাখি যথার্থ করিয়া । R না জানি বিহঙ্গ তুমি বিচিত্র কেমন!— যেখানে সেখানে যাই, ও রব শুনিতে পাই, জেগে ওঠে হৃদয়েতে কতই স্বপন, কত কথা পড়ে মনে, ওরে পাখি তোর গানে,— মিছামিছি আঁখি নীরে ভাসি কি কারণ? বল পাখি খুলে বল তব বিবরণ। এত গাও তবু তুমি না হওকাতর। দিবা নিশি নাহি জগন, - কেবলি করিছ গান কেমনে অস্তয়ে রয়ে কাদাও অন্তর ? যামিনী গভীরা হ’লে । জগত ঘুমায়ে গেলে, মনে করি নিদ্রা যাব, নিদ্রা গিয়ে জুড়াইব, অমনি শ্রবণে পশি তব কণ্ঠস্বর কঁপিায় হৃদয় তন্ত্রী, পাখি নিরস্তর। 8 তখন এমনি, হায়! জ্ঞান হয় মনে চিনি পাখি আমি তোরে, লুকাৰি কেমন করে ? কেমনে অস্তরে আর থাকিবি গোপনে ? মনে করি ভুলি নাই, আবার-ভুলিয়ে যাই,

  • কেবলি শুনিতে পাই,