পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘E98 হইলে বাসবদত্তা রচনা করেন।” বস্তুতঃ সংক্ষিপ্ত সমালোচনা । (१जम*'म, \^{8, ४ ९s * চনা করিলেই প্রতিপন্ন হইবে যে বিক্র “তনি রাষ্ট্ৰী” অর্থশূন্ত । “তস্মিন মাদিত্যের মৃত্যুর পর বাসবদত্তা রচিত হয় রাজ্ঞি" শুদ্ধ পাঠ। এক মুহূৰ্ত্তকাল বিবে ইহাই প্রকৃত অর্থ। সংক্ষিপ্ত সমালোচনা ৷ তমোলুকপত্রিক মাসিকপত্র । কলিকাতা চিৎপুর রোড়, সুচারু যন্ত্র। ইহার দুই খণ্ড প্রাপ্ত হইয়া আমরা আনন্দিত হইয়াছি । তানন্দের প্রথম কারণ এই যে তমোলুক হইতে একখানি সাহিত্য বিষয়ক পত্র প্রচারারম্ভ হইরাছে। দ্বিতীয় আনন্দের বিষয় এই যে, এই পত্র খানি উৎকৃষ্ট । প্রথম খণ্ডে “ পত্রিক সুচনা।” “ সন্দেহ স্থল” “ স্ত্রীলোক দ্বারা শাসিত রাজ্য” “ পদ্মমুখী” “ জনধুয়ার্টমিল”, “ সাও তালদিগের সভ্য করণ” “ মাইকেল মধু স্বদন দত্ত” “হিন্দু আচার ব্যবহার সমলোচনা” “ সৈনিকত্বপদ দেীয়দিগের প্রাপ্য” “ নূতন গ্রন্থের সমালোচনা ।” এই কয়ট প্রবন্ধ প্রকাশিত হইয়াছে। দ্বিতীয় খণ্ডে ও ঐ রূপ। সবিশেষ লিখি বার প্রয়োজন নাই। লেখকদিগের লিপিশক্তি ও পাণ্ডিত্য সম্বন্ধে ইহা বলিলেই যথেষ্ট হইবে, যে যদিও তমোলুক সামান্য নগর, তথাপি তথা যে মাসিকপত্র প্রচারিত হইয়াছে, তাহ। রাজধানীর অধিকাংশ সাহিত্য বিষয়ক পত্রাপেক্ষ উৎকৃষ্ট । যাহার এই কার্য্যে হস্তক্ষেপ করি য়াছেন, তাহাদিগের বিশেষ প্রশংসা করিতে হয়। র্তাহারা যে দেশ হিতৈষী, সুযোগ্য এবং সাহিত্যপ্রিয় তমোলুক পী ত্রিকা তাহার প্রমাণ । రింగిల్క్స్)నిరిం