পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86 & “ইদং মার্গান্তরং চতুরঙ্গ বল গমনোচিতং।” “ভরত রাজগৃহ হইতে নির্গত হইয়া পুৰ্ব্বমুখে গমন পূর্বক সুদাম নামে নদী পার হইলেন । তৎপরে পশ্চিম বাহিনী হ্রাদিনী নদী পার হইয়া ঐলধান (২৬) গ্রামে শতদ্রু লঙ্ঘন করিলেন। অপর পর্বত নামক দেশ ছাড়াইয়া, শিলা ও আকুৰ্ব্বতী নামে দুই নদী পার হইয়া, অগ্নিকোণে শল্যকর্ষণ নামক দেশে উপস্থিত হইলেন । ঐস্তানে শিলাবহ নামে নদী দর্শন করিয়া, অনেক পৰ্ব্বতাদি লঙ্ঘন করিয়া চৈত্ররথ কানন (২৭) প্রাপ্ত হইলেন। তথা হইতে গঙ্গা _(২৬) শতদ্রুর লুপ্তপথোপরি আজুধান এবং বর্তমান পাকপট্টন কি? (২৭) রামায়ণের চত্তথকাণ্ডে উত্তর কুরুবর্ষ প্রসঙ্গে লিখিত হইয়াছে *সপ্তম্বীণাং স্থিতির্যত্র যত্র মন্দাকিনী নদী । দেবর্ষিচরিতং রম্যং যত্র চৈত্ররথং বন ৷” মন্দাকিনী নদী হিমালয়শ্বঙ্গে কেদার ati•t •rátRZ'{ fH*5ü (Muirs Sanscrit Texts Vol. I) কিন্তু উত্তর কুরুবর্ষ সম্বন্ধে ঐতরেয় ব্রাহ্মণে । ‘তস্যাদেতস্তামুদীচ্যাং দিশি বে কে চ পরেণ হিমবন্তং জনপদ উত্তরকুয়ুব উত্তর মন্দ্রা ইতি বৈরাজ্যায় তেহভিষিচ্যন্তে ।” Quoted by Prof. Weber. পুনশ্চ রাজতরঙ্গিণীতে রাজা ললিতাদিত্যের দিগ্বিজয় প্রসঙ্গে । “ভূখার শিখরশ্রেণিঃযাস্ত্য সন্ত্যজ্য বাজিন: উত্তরকুরবোধীক্ষ্য তদ্ভয়াজ্জন্ম পাদপান ৷” রাজতরঙ্গিণী । এই প্রমাণে অনুমান হইতেছে যে বৰ্ত্তমাম বোথারার নিকট ও কাসগর প্রভৃতি স্তান উত্তরকুরুবর্ষ পদে বাচ্য। বাল্মীকির . বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত । (বঙ্গ দশম, মাখ, ১২৮০ ও সরস্বতী সঙ্গমে (২৮) উপস্থিত হইলেন। মত কিঞ্চিৎ স্বতন্ত্র বোধ হইতেছে। হিন্দুরা উত্তরকুরুবর্ষকে অতি পবিত্র স্থান বলিয়া থাকেন। সেই পবিত্রতা হিমালয় হইতে আরম্ভ। চৈত্ররথ বন যেখানেই পূৰ্ব্বে থাকুক, কথায় এবং তাহার আবাসস্থান উত্তর কুরুবর্ষ একবার পরিত্যাগ করিয়া আর্য্যের প্রায় আর সে দিকে গমন করেন নাই। কেবল স্কৃর্তিপথে তাহ অঙ্কিত করিয়া রাখিয়াছিলেন, কালক্রমে সেই স্মৃতি বিকৃত হইয়া, তাহাদের যথার্থ অবস্থান ভুলিয়া, উত্তর প্রদেশে তাহদের অবস্থান এই সাধারণ ভাব মনোমধ্যে বদ্ধমূল হওয়া অসম্ভব নহে। বৈদিক সময়ের পরবর্তী বাল্মীকির কথায় তাহাই পুমাণিত হইতেছে । এসময়ে এরূপ ভাব জন্সিয়াছে যে তাৎকালিক আর্যভূমির যথায় উত্তর, তথায় “ উত্তর কুরুবর্ষ’ তথায়ই চৈত্ররথ কানন । অতএব বাল্মীকি বণিত উত্তরকুরুবর্ষ এবং চৈত্ররথবন হিমাদ্রিশৃঙ্গ হইতে আরস্তু বলিয়া কি ধরিয়া লওয়া যায় না? ভরতকে চৈত্ররথ বনের নিকট দিয়া লইয়া যাওয়ায় বোধ হইতেছে যে ভরত হিমাদ্রির নিকট দিয়া এখানে গমন করিতেছেন। | রাজা ললিতাদিত্যের পথ অনার্য্য দেশের ! ভিতর দিয়া হওয়ায় রাজতরঙ্গিণীতে ওরূপ স্থান নির্দেশ হইয়াছে । (২৮) সরস্বতীং ষ্টয়মত্র পশ্চিম প্রবাহা । গঙ্গাপদৈনাত্রস্বচক্ষুসীত্যাদ্যন্যতমাঃ পশ্চিম প্রবাহ। গ্রাহাঃ । এতান্ত্রিস্রো গঙ্গাপ্রবাহী এতেতি পুরাণ প্রসিদ্ধম্।” রামানুজ এই শাখা সম্বন্ধে রামায়ণে “ হলাদিনী পাবনীচৈব নলিনীচ তথৈবচ | তিস্রঃ প্রাচীং দিশং জন্ম গঙ্গা:শিবজলা やマは II