পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 gbr চকশেখর । (बजक-fश्र, अtष, ४९०० ।। -... " [ss] - * [২১] যদি বা পড়িয়া-যাও গিরি আরোহণে শুন বংশী প্রতিধ্বনি গভীর কন্দরে ; হানি কিবা তায় তবে ? উদ্ধারিয়া পাপভবে গুণ প্রস্ত্ৰৰণ ঝরে, কল কল নাদ করে, চলিযাবে আনন্দেতে দেব নিকেতনে “ চক্ষু মেল” বলি ডাকে ভারতের নরে। কেন বা করিবে ভয় এ তিন ভুবনে ? ঐ গুন কন্নোলিয়া প্রস্রবণ ঝরে ॥ [Ro] [૨૨] ঐ গুন মৃদ্ধ মন্দ হয় বংশীধ্বনি । তথাপি ভারতবাসী ঘুমে অচেতন ? পৰ্ব্বত শিখরোপর, বলে “হে ভারত নর কাদম্বিনী ডাকে ঘনু/বন ডাকে গিরিগণ, গিরির উপরে সবে আইস এখনি ’ ঐ গুন পৰ্ব্বতেতে হয় বংশীধ্বনি ৷ ঘন ঘন ঘন ডাকে বংশীর নিশ্বন। জন্মমত ভারত কি ঘুমাবে এমন ? - ¢ዻዻዻኤ ...-- بحيحه -థ్రిష్క్రిస్తొ... . চন্দ্রশেখর । ত্রয়োবিংশতিতম পরিচ্ছেদ । পুৰ্ব্ব কথা । - ভাগীরথী তীরে, আম্র কাননে বসিয়া একটি বালক ভাগীরথীর সান্ধ্য জলকল্লেীল শ্রবণ করিত। তাহার পদতলে, নবদুৰ্ব্বশয্যায় শয়ন করিয়া, একটি ক্ষুদ্র বালিকা, নীরবে তাহার মুখপানে চাহিয়া থাকিত— চাহিয়া, চাহিয়া, চাহিয়া, আকাশ, নদী, বৃক্ষ দেখিয়া, আবার সেই মুখপানে চাহিয়া দেখিত। সেই বালক প্রতাপ—সেই বালিকা শৈবলিনী । শৈবলিনী তখন সাত , অটবৎসরের বালিকা— প্রতাপ কিশোর বয়স্ক । মাথার উপরে, শব্দ তরঙ্গে আকাশ মওল ভাসাইয়া, পাপিয়া ডাকিয়া যাইত । শৈবলিনী, তাহার অনুকরণ করিয়া, গঙ্গ। কুল বিরাজী আম্র কানন কম্পিত করিত। গঙ্গার ভর তর রব সে ব্যঙ্গ সঙ্গীত সঙ্গে মিলাইয়া যাইত । কখন বা বালিকা, ক্ষুদ্র করপল্পবে, তদ্বৎ সুকুমার বন্য কুমুম চয়ন করিয়া মালা গাথিয়া, বালকের গলায় পরাইত। আবার খুলিয়া লইয়া আপন কবরীতে পরাইত, আবার খুলিয়া বালকের গলায় পরাইত। একদিন স্থির হইল না—কে মালা পরিবে; নিকটে হৃষ্টা পুষ্ট একটি গাই চরিতেছে দেখিয়া শৈবলিনী বিবাদের মালা অহার শৃঙ্গে পরাইয়া আসিল; তখন বিবাদ মিটিল। কখন বা মালার বিনিময়ে ৰালক, মীড় হইতে পক্ষিশবিক পাড়িয়া দিত, আয়ের সময়ে স্নপক আম্র পাড়িয়া দিত। |