পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8èrs . প্রাপ্তগ্রস্থের সংক্ষিপ্ত সমালোচনা । " (থঙ্গদশম, মাঘ, ১২৮০। উপন্যাস রসপূর্ণ বটে কিন্তু লেখায় তেমন | রস নাই। এটি এই গ্রন্থের প্রধান দোষ। গ্রন্থের কতক গুলি গুণ আছে। ইহার ভাষা স্বল্পর সরল। উপন্যাসটি স্বন্দর | গ্রথিত! অশ্লীলতাদি কোন দোষ ইহাতে ! নাই। উপন্যাস ভাগে একটি মাত্র দোষ আছে। দোষ ;—কমলাদেবীকে উপন্যাস মধ্যে স্থান দান করা। মাতৃস্নেহ করুণরসের আদর্শবটে, কিন্তু এ মাতৃস্নেহ গ্রন্থের ঘটনাবলীর সহিত কিনিয় সংযোগ লাভ করিতে পারে নাই। জলের উপর তৈলের ন্যায় কমলাদেবী ঘটনাপুঞ্জমধ্যে ভাসিয়া বেড়াইতেছেন। যাহা হউক সকল দিক বিবেচনা করিতে গেলে বলিতে পারা যায় যে হেমলতা নাটক এখনকার প্রচলিত অনেক নাটক অপেক্ষ অনেকাংশে উত্তম । ইহার পাঠকালে মনোমধ্যে নানা রসের উদয় হয় ; এবং বোধ হয় অভিনীত হইলে, সম্পূর্ণ | মনোরঞ্জক হইবে । ইহা নাটক না হইয়াও অভিনয় যোগ্য । ভরসা করি ন্যাশনাল থিয়েটর, মোহান্ত নাটক, নধীন নাটক, নাপিতেশ্বর নাটক পরিত্যাগ করিয়া হেমলতা নাটকের ন্যায় বিশুদ্ধ সরল রসপূর্ণ উপন্যাসের অভিনয় করিয়া কৃত বিদ্যের মনোরঞ্জন ও সাধারণের উপকার সাধনের চেষ্টা করবেন। অবকাশ-তোষিণী। মাসিকপত্র ও সমালোচন। কলিকাতা । নিউ স্কুল পত্ৰখানির আকার ক্ষুদ্র, কিন্তু ভবিষ্যতে বৃদ্ধির ভরসা আছে। লেখা যতদুর পড়িয়াছি, ততদূর সন্তোষজনক বোধ হইয়াছে। অমরনাথ নাটক । শ্ৰীকৃষ্ণচন্দ্র রায় চৌধুরী প্রণীত। নুতন বাঙ্গাল যন্ত্র। কলিকাতা । আমরা এই গ্রন্থ সমালোচনায় অক্ষম। গ্রন্থকারের কোন দোষ নাই—দোষ আমাদের। আমরা ইহা পড়িয়া উঠিতে পারি | नाई। *क्लिब, ७ई उबनाग्र रुग्न भांन७ई গ্রন্থ ফেলিয়া রাখিয়াছিলাম। নাটকখানি । २०8 श्रृष्टी । भश्वा खैौबन नश्वब–बि । জীবী কেহ নহে।. এ ক্ষণিক জীবনের | কিয়দংশ তিনশত পৃষ্ঠা নাটক পাঠ করিয়া । অতিবাহিত করায় কোন পাপ আছে কি i না, এই মীমাংসায় আমাদের কয়মাস কা । টিয়া গিয়াছে। এখনও আমরা কোন ; সিদ্ধাস্ত করিয়া উঠিতে পারি নাই। যদি | ভবিষ্যতে, আমরা এরূপ মীমাংসা করি, যে তিনশত পৃষ্ঠা নাটক পাঠ করিয়া ক্ষণভক্ষুর মনুষ্য জীবনের কিয়দংশ অতিবাহিত করায় পাপ নাই, তবে আমরা ই ৷ হার সমালোচনায় প্রবৃত্ত হইব। এক্ষণে, ভরসা করি যে আমরা গ্রন্থ না পড়িয়া প্রশংসা করিলাম না, পাঠকগণ ইহার | জন্য আমাদের কাছে বাধিত হইরেন। এবং না পড়িয়া যে নিনা করিলাম না | এজন্য গ্রন্থকার বাধিত হইবেন। যদি | গ্রন্থকার ক্ষুণ্ণ হন, তবে আমরা তাহী