পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مده ! ' (वत्रज*म, का:, २२४० ।। সক্ সিয়ান হইতে আহবান করিয়াছিলেন। কাশ্মীরের গারকগণ তথাকার শাসনকর্তা জৈনলউদ্দীন ইরাণী এবং তুরাণী যেসকল গায়ক স্ব অধীনে রাখিয়াছিলেন, তাহাদিগের দ্বারা শিক্ষিত হইয়াছিল। গোয়ালিয়র বহুকালহইতে সঙ্গীতের আকর স্থান বলিয়া প্রসিদ্ধ। রাজা মান তুনায়র তথাকার সঙ্গীত বিদ্যার উন্নতি সাধন করেন । তাহার রাজসভায় বিখ্যাত নায়ক বক্ষু উপস্থিত ছিলেন। আমরা বুকু মান সাহেব দ্বারা অনুবাদিত আইন আকৃবরী হইতে, আকৃবরের সভাষদ প্রসিদ্ধ গায়ক গণের বিবরণনিয়ে অনুবাদ করিয়াদিলাম। গোয়ালিয়র নিবাসী মিঞা তানসেন গা য়ক মণ্ডলীর শিরোরভু স্বরূপ। ইনি হরি দাস স্বামীর ছাত্র । তানসেনের দ্যায় অদ্বিতীয় গায়ক ভারতবর্ষে সহস্ৰ বৎসর পূৰ্ব্বে বৰ্ত্তমান ছিল না। রামচাদ ইহার সঙ্গীতে মোহিত হইয়া এককোটি মুদ্রা প্রদান করিয়াছিলেন। ইব্রাহিম স্বর বহু অর্থ প্রদান করিতে স্বীকৃত হইয়াও র্তাহাকে আগ্রায় লইয়া যাইতে পারেন নাই । তানসেনের এক পুত্রের নাম তানতরঙ্গ । *পাদস নামাতে” তাহার বিলাস নামক অপর পুত্রের উল্লেখ আছে। ইহঁারা উভয়েই সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন। বাবা রামদাস গোয়ালিয়র নিবাসী প্রসিদ্ধ গায়ক। ইনি প্রায় তানসেনের সমকক্ষ। বাদাওনি কহেন ইনি ইসলামসার রাজসভা হইতে লক্ষেীতে বৈরাম খার নিকট নিযুক্ত হইয়াছিলেন। বৈরাম খার কোষাগার অর্থশূঙ্গ সত্বেও, তিনি তাহাকে একবার লক্ষমুদ্রা পারিতোষিক প্রদান করেন। . সুবিখ্যাত পদকৰ্ত্ত স্বরদাস ইষ্ঠার পুত্র, তাহারা উভয়েই আকৃবরের সভা উজ্জল করিয়াছিলেন। cनांउन थे, ऋश्र्शन थे भिब्रांन कँ", বিকিতর খাঁ, মহম্মদ খাঁ, রাজ বাহাদুর, বীর মণ্ডল খাঁ, চাদ খা, প্রভৃতি আকৃবরের প্রসিদ্ধ পার্ষদ। ইহঁারা সকলেই সঙ্গীতে | বিশেষ পারদর্শী । , “তোজুক,” এবং “ইক্বান নামায়” লিখিত আছে জাহাঙ্গীর বাদসাহের ছত্তর । খ, পার উইজদাদ, খরামদাদ, অক্ষু এবং হামজা নামক কতিপয় স্বকণ্ঠ গায়ক ছিল। ! সাজাহানের রাজসভায় জগন্নাথ নামক | হিন্দু গায়ক “করাই” খ্যাত হয়েন এবং দিরাং খ ও লাল খ, “গুণ সমুদ্র” উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। একদা বাদসাহ জগন্নাথ ও দিরাং খাকে তুলাদণ্ডে রজত মুদ্রাসহ পরিমাণ করিয়া উভয়কেই পুরস্কৃত করিয়াছিলেন। মুসলমানেরা ধ্রুপদ, প্রবন্ধ, যুগলবন্ধ, চতুরঙ্গ,খেয়াল, টপ্পা গান করিতেন এবং সে সময় চৌতাল, ধামার, তেওরা, বাপতাল, রূপক স্বরফাক্তা,ব্ৰহ্মতাল, রুদ্রতাল, ব্ৰহ্মযোগ, লক্ষ্মীতাল, দোবাহার, সাত্তিতুলি, রাসতাল, খামসাতাল, বীরপঞ্চ, মোহনতাল, চিমাতেতাল, পটতাল, মধ্যমান, একতাল; আড়া, তেহট, সওয়ারী, প্রভৃতি প্রচলিত ছিল। সংগীত সকল গগুরহার । ങ്ങജ്ജമ്മജാജങ്ങണ്