পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ே ல বলরাম দাস । . مهد ,servats,tss )ك বলরাম দাস । পূৰ্ব্বে বৈষ্ণবদিগের মধ্যে জ্ঞানদাসের পরিচয় দিয়াছি। বলরাম দাস আর এক জন অপরিচিত বৈষ্ণব কবি । অপরিচিত, কিন্তু যথার্থ কবিত্ব সম্পন্ন। দুঃখের বিষয় তাহার জীবনী সম্বন্ধে কোন কথাই আমরা জানি না। আরও দুঃখের বিষয়, অন্যান্য প্রাচীন বাঙ্গালী কবির ন্যায়, বলরাম অশ্লীলতা দোষশূন্য অশ্লীলতা দোষ শূন্য নহেন, কিন্তু ইন্দ্রিয় পরতা শূন্য বটে। যে অশ্লীলতা লাল | নহেন । । সার পুষ্টিকর, বলরামে তাহ নাই। ত- : থাপি যাহা আছে, তাহা বলরামের সময় ও শিক্ষা, বিবেচনা করিয়া মার্জনা করিতে । পারিলেও, তাহার কবিত্ব গৌরবামুরোধে মার্জন করিতে পরিলেও, আধুনিক কবির ; রচনায় তাহার মার্জনা করিতে পারি না । কোন আধুনিক লেখক এই প্রাচীন কবিদিগের দৃষ্টস্তান্তবী না হয়েন । পূৰ্ব্বরাগ বর্ণনার গীতে বাঙ্গাল ভাষা —প্রায় সকল ভাষাই, পরিপূর্ণ। তথাপি বলরাম দাসের নিম্নলিখিত গীতটি, অনেকের নিকট আদরণীয় হইবে । শুনইতে আনহি আনহি শুনন্ত বুঝাইতে বুঝাই আন । পুছইতে গদ গদ, উতর নাহিক সোই, কহইতে সজল নয়ন ॥ সখি হে—কি ভেল এ বর নারী । কবই, কপোল থকিত রহ ঝামরি, खश् चन शनि क्रूनि।नेि ॥ अतः । বিছরল হাস রতল রস চাতুরী বাউরি জন ভেল গোরি। ক্ষণে ক্ষণে দীঘ নিশসিত তনু মোড়াই সঘন রভস ভোরি ॥ কাতর কাতর নয়নে নেহারই কাতর কfতর शबै f না জানি যে কোন দুঃখ দারুণ বেদন ঝর ঝর এ হুই নয়ানি । ঘন ঘন নয়নে নীর ভরি আওত ঘন ঘন অধরছি কঁপি । বলরাম দাল কহে জান জগমাহ প্ৰেমক বিষম সন্তাপ । নিম্নলিখিত গীতটি সর্থী বাক্য — সুন্দরী বুঝিলে তোমরা ভাব ? প্রেম বৃহন গোপনে পাইয়া ভাড়িলে কি হবে লাভ ? अनि छ:ो ट्रङ আনের কথা বেকত পিরীতি রঙ্গ । রসের বিলাসে षन् छद्र छङ्ग, রঙ্গিন্ত প্রেম তরঙ্গ । ভাবের ভরেতে চলিতে না পারে • চরণ হইল হার । কাসুর সনে নিকুঞ্জ বনে রঙ্গেতে হয়েছে ভোরা It . পুছিলে না কহ মনের মরম এবে তেল বিপরীত । বলরাম কহে কি আর বলিৰে ভাবেতে মজিল চিত ।