পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@@@ স্ববর্ণ গোলক। (बजग<fन, চৈত্র, ४९छ ● | | আপনি হচ্ছেন মুনিব—আপনার কাছে কি বে-আদবি করিতে পারি।” কৈলাসে গৌরী বলিলেন, “ প্রভো, আমিত কিছুই বুঝিতে পারিতেছিন। আপনার স্বর্ণ গোলকের কি গুণ এ?” মহাদেব বলিলেন, “ গোলকের গুণ চিত্ত বিনিময় । আমি যদি ননীর হাতে এই গোলক দিই, তবে নন্দী ভাবিব, আমি মহাদেব, আমাকে ভাবিবে নদী; আমি ভাবিব আমি নন্দী, নন্দীকে ভাবিবে মহাদেব। রাম ভাবিতেছে, আমি কালীiস্ত বসু ; কালীকান্তকে ভাবিতেছে, এ রামা চাকর । কালীকান্ত ভাবিতেছে, আমি রামা খানসামা, রামাকে ভাবিতেছে কালীকান্ত বাবু।” | কালীকান্ত বাৰু যখন শ্বশুর বাড়ী পৌঁছিলেন, তখন র্তাহার শ্বশুর অন্তঃপুরে। কিন্তু বাহিরে একটা গণ্ডগোল উঠিল। দ্বারবান রামদীন পাড়ে বলিতেছে, : আরে ও খানসামাজি, তোম্ হয় মৎ বইঠিও—তোম হামারা পাশ আও।” শুনিয়া রাম গরম হইয়া, চক্ষু রক্তবর্ণ করিয়া বলিতেছে, “ যা বেট মেড়য়াবাদী যা—তোর আপনার কাজ কর্গে।” দ্বারবান পোর্টমাটো নামাইয়া দিল । কালীকান্ত বলিল, “দরওয়ান জি, বাবুকে অমন করিয়া অপমান করিও না । উনি রাগ করিয়া চলিয়া যাইবেন।” দ্বারবান জামাই বাবুকে চিনিত, | খানসামাকে চিনিত না । কালীকান্তের মুখে এইরূপ কথা শুনিয়া, মনে করিল, যেখানে জামাই বাবুই ইহাকে বাবু বলিতেছেন, সেখানে ইনি কোন ছদ্মবেশী বড় লোক হইবেন। দ্বারবান তখন ভক্তিভাবে রামাকে যুক্তকরে আশীৰ্ব্বাদ করিয়া কহিল, “ গোলাম কি কস্থর মাফ | কি জিয়ে!” রামা কহিল,-“ আচ্ছ তামাকু ভেজ দেও!” শ্বশুরবাড়ীর খানসাম উদ্ধব, অতি প্রাচীন পুরাতন ভূত সেই বাধা হকায় তা মাকু সাজিয়া আনিল। রাম, তাকিয়ায় ! হেলান দিয়া, তামাকু খাইতে লাগিল । কালীকান্ত চাকরদের ঘরে গিয়া, কলি- ; কায় তামাকু খাইতে লাগিল। উদ্ধব বিস্মিত হইয়া কহিল “ দাদা ঠাকুর এ কি এ ?” কালীকান্ত কহিল, “ ওর সা- ৷ ক্ষাতে কি তামাকু খাইতে পারি ?” উদ্ধৰ গিয়া অন্তঃপুরে কর্তাকে সম্বাদ | দিল, “ জামাইবাবু আসিয়াছেন, তাহার সঙ্গে একজন কে ছদ্মবেশী মহাশয় এসেছেন—জামাইবাবু র্তাকে বড় মানেন, র্তার সাক্ষাতে তামাকু পৰ্য্যন্ত খান না ।” কর্তৃ নীলরতন বাৰু শীঘ্ৰ বহির্ক্সটাতে আসিলেন। কালীকান্ত র্তাহাকে দেখিয়া | দূর হইতে একটি সাষ্টাঙ্গে প্রণাম করিয়া সরিয়া গেল। রাম আসিয়া নীলরতনে । পায়ের ধূলা লইয়া কোলাকুলি করিল। নীলরতন ভাবিল, “ সঙ্গের লোকটা সভ্যভব্য বটে—তবে জামাই বাবাজিকে কেমন২ দেখিতেছি।” a * !