পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

omomomoso ہے-پی-پیسییے बश्रण-fम, टेकद्ध ०९**) * সুবৰ্ণ গোলক । (2(2월 নীলরতন বাবু রামাকে স্বাগত জিজ্ঞাসা করিতে বসিলেন, কিন্তু কথা বার্তা শুনিয়া কিছুই বুঝিতে পারিলেন না। এদিগে অন্তঃপুর হইতে জলযোগের স্থান হইয়াছে বলিয়া পরিচারিক কালীকান্তকে ডাকিতে আসিল । কালীকান্ত বলিল, “ বাপরে আমি কি বাবুর আগে জল খেতে পারি। আগে বাবুকে জল খাওয়াও। তার পর আমার হবে এখন। আমি, মা ঠাকরুণ, আপনাদের খাচ্চিইত ” “ মাঠাকুরুণ” শুনিয়া পরিচারিকা মনে করিল, “ জামাইবাবু আমাকে একজন শাশুড়ী টাশুড়ী মনে করিয়াছেন—না করবেন কেন, আমাকে ভাল,মানুষের মেয়ে বইত আর ছোট লোকের মেয়ের মত দেখায় না । ওরা দশটা দেখেছেন—মানুষ চিনতে পারেন—কেবল এই বাড়ীর পোড়া লোকেই মানুষ চেনে না ।” অতএব বিন্দী চাকরাণী জামাইবাবুর উপর বড় খুসি হইয়া গিয়া অন্তঃপুরে গিয়া বলিল, যে “ জামাইবাবুর বিবেচনা ভাল—সঙ্গের মানুষটি না খেলে কি তিনি খেতে পারেন—তা আগে তাকে জল খাওয়াও তবে জামাই খাবেন।” বাড়ীর গৃহিণী মনে ভাবিলেন, “ সে উপরি লোক, তাহাকে বাড়ীর ভিতর অনিয়া জল খাওয়ান হইতে পারে না । জামাইকেও " বাহিরে খাওয়ান হইতে পারে না। তা, তার জায়গা হউক, বাহিরে ; আর জামাইয়ের যায়গা হউক, করিলেন।” রামা বাহিরে জলযোগের উদ্যোগ দেখিয়া বড় ক্রুদ্ধ হইল, ভাবিল “ একি অলৌকিকতা !” এদিকে দাসী কালীকান্তকে অন্তঃপুরে ডাকিয়া আনিল । ঘরের ভিতর স্থান হইয়াছে, কিন্তু কালীকান্ত উঠানে দাড়াইয়া বলিল, “ আমাকে ঘরের ভিতর কেন? আমাকে এইখানে হাতে হটো ছোলা গুড় দাও, খেয়ে একটু জল খাই।” শুনিয়া শ্যালীরা বলিল, “ বোসজা মশাই যে এবার অনেক রকম : রসিকতা শিখে এয়েছ দেখতে পাই।” কালীকান্ত কাতর হইয়া বলিল, “ আজ্ঞে | আমাকে ঠাট্টা করেন কেন, আমি কি আপনাদের তামাসার যোগ্য ?” একজন । প্রাচীন ঠাকুরাণীদিদি বলিল, “ আমাদের তামাসার যোগ্য কেন ?—যার তামাসার যোগ্য তার কাছে চল ।” এই বলিয়া কালীকান্তের হাত ধরিয়া হড়হড় করিয়া টানিয়া ঘরের ভিতর লইয়া আসিল । সেখানে কালীকান্তের ভাৰ্য্যা কামস্থ নারী দাড়াইয়া ছিল; কালীকান্ত , তাহাকে ; দেখিয়া প্রভুপত্নী মনে করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিল। . কামসুন্দরী দেখিয়া, চন্দ্ৰবদনে মধুর । হাসি হাসিয়া বলিল, “ ওকি ও রঙ্গ— এ আবার কোন ঠাট শিখিয়া আসিয়াছ ?” শুনিয়া কালীকান্ত কাতর হইয়া কহিল, “ আজ্ঞে আমার সঙ্গে আমন সব । কথা কেন—আমি আপনার চাকর—আ- ' পনি মুনিব।” রসিক কামসুন্দরী বলিল, “ তুমি চা I |