পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ বঙ্গদর্শণ, চৈত্র, ১২৮e ) ভারতে কালের ভেরী বাজিল আবার। „ to » (s) ভ্ৰমিবে হতাশ হৈয়ে ত্যাজি শূন্তঘর— কতই উৎসবপূর্ণ গৃহস্থ আলয়, | নাছি লজ্জা কুলমান, ক্ষুধায় কাতর। নন্দিনী নন্দন রূপ, মুখ পুষ্পময়, । (> 8) | আজি পূর্ণ কলরবে অচিরে নীরব হবে । ক্রোড়ে ধরি হের যবে কন্যা পুত্ৰগণ, শকুনী বায়স কিম্বা পেচক আশ্রয়— ভাবিয়া জগৎ মাত্রে অমূল্য রতন— ধরিবে শ্মশান বেশ মৃত অস্থিময় কন্তু কি পড়ে না মনে সেই সব শিশুগণে , (...) অল্প বিনে মরে যারা করিয়া রোদন;— কত সে জনতাপূর্ণপণ্যবীথি, হায়, | তাহারাও অইরূপ নয়ন রঞ্জন! এ রক্ষিস অনাচারে হ’বে মরু প্রায়— (>4) ভীষণ গহন সাজ , ধরিবে পুরির মাঝ হে বদরুল কামিনী আধা যতজন, পুরিবে বনের গুল্ম পাদপ লতায়, জান যারা পতি পুত্র পিতা সে কেমন— बभिप्द *ाfिल निव अनिप्न cनथोब्र ! उॉर ८मशि ७कदांद्र दमन ८न गदाकांद्र (১১) ঘরে যার প্রাতঃসন্ধ্যা করে দরশন আজি হাসি ভরা মুখ প্রফুল্ল যে সব, নিরন্ন বিষন্ন পতি, জনক, নন্দন! আজি সুখপূর্ণবুক আশার পল্লব, زما لا) একদিন অনশনে দিন যদি যায়, জান না কি বঙ্গবাসী কি যাতনা তায় ! আজি সেই অনশনে দারুণ হতাশ মনে লক্ষ নরনারী শিশু করে হয়, হায়— তবুও চেতনা কি হে নাহি হয় তায় ! (>4) কালি আর নাহি রবে শবদেহ হ’বে সবে | শৃগাল কুকুরে মেলি করিবে উৎসব— কর্ণমূলে গুঞ্জ বসি শুনাইবে রব। (>3) কেমনে হে, বঙ্গবাসি নিদ্রা বাও সুখে! ভাবিয়া এভাব চিত্ত ভরে না কি দুখে? নিজ মৃত পরিবার না জানিবে অনাহার $ ভাবিয়ে না চাহ কি হে অভূক্তের মুখে— ভাব, অহে বঙ্গবাসী, ভাব একবার স্বজাতি শোকের শেলবিন্ধেন। কি বুকে? কি কাল রাক্ষস আসি ঘেরিয়াছে দ্বার— (> 0) নাশিতে সে দুরাচার বুটনের হুহুঙ্কার * প্রিয়ে বলি গুহে আসি ধর যবে কর, বৃটিশ কেশরীনাদ শুন একবার-- হয় ন উদয় করে হৃদয় ভিতর— ঘুমাইও না, বঙ্গবাসী ঘুমাইও না আর ; কত সতী অনাথিনী পথে পথে কাঙ্গালিনী ভারতে কালের ভেরী বাজিল আবার। § 懿較 -