পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é१२ ० room நரம প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । (ৰজনশম, চৈত্র, ১২৮• । । গত মাসের বঙ্গদর্শনে শ্ৰীযুক্ত বাৰু মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রণীত বা| জালা ভাষার ইতিহাস সম্বন্ধে আমরা যাহা লিখিয়াছিলায, তাহা ভ্ৰমাত্মক। ঐ প্রবন্ধ শ্ৰীযুক্ত রামগতি ন্যায়রত্বের গ্রন্থ প্রকাশের পূৰ্ব্বে লিখিত হইয়াছিল। অতএব গ্রন্থকার কে যে তাহার পরিশ্রমের জন্য প্রশংসা করি নাই, ইহাতে আমাদের ক্রটি হইয়াছে। পাঠকগণ মার্জনা করি বেন | ব্যায়াম শিক্ষা । শ্ৰীহরিশচন্দ্ৰ শৰ্ম্ম প্রণীত। সন ১২৮০ সাল । | প্রথমভাগ কলিকাত৷ ব্যায়াম শিক্ষার এই প্রথম গ্রন্থ । এ! রূপ গ্রন্থের বিশেষ প্রয়োজন ছিল। গ্রন্থখানি পাঠ করিয়া বোধ হয়, ব্যায়াম i কার্য্যে বিশেষ সুনিপুণ, এবং চিকিৎসা বিদ্যার স্বাক্ষ ব্যক্তির দ্বারা ইহা লিখিত হইয়াছে। বস্তুতঃ হরিশ বাবু যেরূপ প্রথিষ্ঠালব্ধ এবং কৃতবিদ্য চিকিৎসক, এ গ্রন্থখানি তাহারই উপযুক্ত হইয়াছে। ইহা অতি সরল ভাষায় লিখিত হইয়াছে এবং ব্যায়াম কৌশল এবং তদনুষঙ্গিক শারিরীক বিধান সকল অতি পরিষ্কৃতরূপে বর্ণিত হইয়াছে। অামাদিগের এমন বোধ হয় যে ইহার সাহায্যে, বিনা শিক্ষকেও ব্যায়াম কৌশল সকল অভ্যাস কর যাইতে পারে। এই গ্ৰন্থখানি ছাত্রদিগের প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা। । | শিক্ষার বিশেষ উপযোগী, এবং শিক্ষা : বিভাগের কর্তৃপক্ষগণ বিদ্যালয় সমূহে । ইহার পাঠের নিয়ম করেন, ইহা আমাদি । গের বিশেষ অভিলাষ । ইহার মূল্যও | অতি অল্প, চারি আনু মাত্রণ এই স্বমু ল্যতাও এরূপ গ্রন্থের বিশেষ একটা গুণ। , বাঙ্গালির পক্ষে বাঁয়াম শিক্ষা বিশেষ । প্রয়োজনীয়। বাঙ্গালীর বিদ্যা বুদ্ধির অভাব নাই, বল ও সাহস হইলেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মধ্যে গণ্য হইতে পারি। বল হইলেই সাহসী হইবে। বলের পক্ষে ব্যায়াম বিশেষ প্রয়োজনীয়। ব্যায়াম শিক্ষার পক্ষে সকলেরই যত্ন করা কৰ্ত্তব্য। সেই জন্যই হরিশ বাবুর গ্রন্থের এত প্রয়োজন, এবং সেই জন্যই উহা সকল বিদ্যালয়ে ব্যবহৃত হওয়া উচিত । আমাদের দেশের বালকের শারিরীক পরিশ্রম করে না, মানসিক পরিশ্রম করে— ইহাতে তাহারা রুগ্ন ও দুৰ্ব্বল হইয়া পড়ে। এই অনিষ্ট নিবারণের একনাত্র উপায় ব্যায়াম শিক্ষণ । i এই গ্রন্থখানি দুই অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে উপক্রমণিকায় ব্যায়ামের প্রয়োজন। তৎপরে ব্যায়ামের ফল, পরি= চ্ছদ, আহার ইত্যাদি, ব্যায়ামের বিধান, দুর্ঘটনার চিকিৎসা, এই সকল অবশ্য জ্ঞাতবা বিষয় লিখিত হইয়াছে। দ্বিতীয় অধ্যায়ে, প্রথমে যে সকল ব্যায়ামে কোন