পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ ዓw.. প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচন । (ৰাণ-চৈত্র * ३४ * ! প্রণয়নে প্রবৃত্ত হইয়াছিলেন। ইহাতে কতকগুলি গদ্য কতকগুলি পদ্যপাঠ সন্নি| বেশিত হইয়াছে। গদ্যগুলির অধিকাংশ গ্রন্থকারের নিজের লিখিত । কোন কোন প্রবন্ধ কোন কোন সাময়িক পত্র হইতে সঙ্কলিত। পদ্যগুলি সকলই সংগৃহীত। গদ্য পাঠগুলি অধিকাংশ বৈজ্ঞানিকতত্ত্ব বিষয়ক । এটা বিশেষ প্রশংসার কথা। অন্যান্য বিষয়ে যে সকল প্রবন্ধ আছে— আমরা তাহার প্রশংসা করিতে পারি না। যথা, “ বিদ্যা অতি রমণীয় পদার্থ। নানা পুষ্প সুশোভিত পরম উদ্যান ও শারদ পূর্ণিমার মনোমোহন চন্দ্র ও কাস্তিতে ইহার নিকট পরজিত হয় ।” আমাদের বিবেচায়, এরূপ কথা পড়িরা বলকেরা বিশেষ উপকৃত হইবে না । বৈজ্ঞানিকতত্ত্ব বিষয়ে যে কয়েকটা পাঠ দেখিলাম, তাহাতে অনেকগুলিন ভ্রম আছে। অনেকগুলি অনিশ্চিত তত্ত্ব নিশ্চিত বলিয়া লিখিত আছে। যথা R. উপগ্রহ প্রভৃতি যে সমুদায় লোক সুৰ্য্যকে পরিভ্রমণ করে, তাহারা স্বয়ং জ্যোতিৰ্ব্বিশিষ্ট্র নহে সুৰ্য্যের আলোক পাত দ্বারা ঐরূপ প্রতীয়মান হয়।”—১৮৪ পৃষ্ঠা । এষ্টর সাহেব যে সকল প্রমাণ প্রযুক্ত করিয়াছেন, তাহাতে বোধ হয় বৃহস্পতি

  • গ্ৰহগণ যেমন স্বৰ্য্যকে পরিভ্রমণ করে, স্বৰ্য্যও সেইরূপ সমুদয় গ্রহ, উপগ্রহ | ও ধূমকেতু সমভিবাহারে করিয়া, অন্য এক নক্ষত্রকে পরিভ্রমণ করে।” ঐ পৃষ্ঠা। কথাটা ঠিক সত্য নহে। সৌরজগৎ । গতি বিশিষ্ট বটে, কিন্তু ষে মণ্ডলে স্বৰ্য্য | সৌরজগৎ সহিত বর্তন বরে, তাহার কেন্দ্র । কোথায়, কোন নক্ষত্র বিশেষ সেই কেন্দ্র । কি না, তাহা অদাপি স্থিরীকৃত হয় নাই। : একজন জৰ্ম্মাণ জ্যোতিৰ্ব্বিদ বলেন “ সপ্ত ভাই চম্পা” (Pleiddes) নামক নক্ষত্রবলীর মধ্যে Alcyon নামক নক্ষত্র জাগ | তিক কেন্দ্র। কিন্তু এ মত যে ভ্রান্ত তাহ অন্যান্য জোতিৰ্ব্বিদের প্রমাণীকৃত করি য়াছেন। সে মত কেহ গ্রাহ করেন নাই। : এক পৃষ্ঠায় দুইটি ভুল। এরূপ আরও ভুল আছে। ইহা কোন সুযোগ্য বৈজ্ঞানিক দ্বার সংশোধিত করাইয়া, সাহিত্য : বিষয়ক গদ্য পাঠগুলি বাদ দিয়া, ইহার দ্বিতীয় সংস্করণ প্রচার করিলে একখানি উৎকৃষ্ট পাঠ্য পুস্তক হইতে পারে।

শিক্ষামঞ্জরী । প্রথম ভাগ । ত্র নগেন্দ্র নাথ দত্ত কর্তৃক প্রণীত। কলিকাতা বি, পি, এম যন্ত্রে । i এই গ্রন্থে কেবল শিশুদিগের পাঠোপ | যোগী কতকগুলি পদ্য আছে। এইসকল পদ্যে, শিশুদিগেরও কোন উপকার আছে প্রভৃতি গ্রহ কিয়দংশে স্বয়ং জ্যোতিস্বান। | কি না বলিতে পারি না। এগ্রন্থের জার সকল গ্রহ নহে। কোন গুণ নাই। - ன்ெம்ை_ - so SkSMiAAAS