পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ة= a sta, P53 اه بیه لا নানা ভঙ্গীর পত্র প্রেরিত হইতে লাগিল । সাধারণীতে কয় খানি প্রতিবাদাত্মক পত্র প্রকাশিত হইল। একখানিত্বে সাধারণী কিছু টকা লিখিলেন। টীকায় অসন্তোষের কথা কিছু আমরা দেখিনাই—কিন্তু নিমাই বাবু অসন্তুষ্ট হইলেন। তিনি সাধারণীতে এক আনি পত্র লিখিলেন। তাহার সমুদয়াংশ অমির উদ্ধৃত করিতে পারিন তাহার সার মৰ্ম্ম আমরা এই বুঝিলাম, যে নিমাই বাবু বড় রুষ্ট হইয়াছেন, এক্ষণে আর সাধারণী লেখককে বন্ধু বাপ্রতিবেশী বলিয়া স্বীকার করিবেন না । এই রূপে সমালোচনার দায়ে, সাধারণী অমূল্য রত্ন স্বরূপ, নিমাই বাবুর বন্ধুত্ব | cox offtain,_*like the base Judaean, threw away ইত্যাদি। এক্ষণে আমাদিগের জিজ্ঞাস্য, সাধারণী যদি প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । , ¢ፃው বন্ধু ও প্রতিবেশী বলিয়া আত্মপরিচয় দিতে পারিব । बक्रङ्गश4 । बत्र cनछाड्ड शृङ गহাত্মাগণের সংক্ষিপ্ত গুণাবলী চতুর্দশ পদী কবিতানুসারে শ্রীরাজকৃষ্ণ রায় বিরচিত। (সটক) নূতন বাঙ্গালা যন্ত্রে। কলিকাতা । SసెVDo | এক এক জন মৃত ব্যক্তি লক্ষ্য করিয়া এক একটি চতুর্দশ পদী কবিতা লিখিত হইয়াছে। টীকায় সেই ব্যক্তির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত লেখা আছে। মূলেও টীকায় এক এক পৃষ্টা । এইরূপ ৬৭ পৃষ্ট গ্রন্থ। এই ৬৭ জনই যে “মহাত্মা’ বলিয়া স্মরণীয় হইবার যোগ্য, আমরা এমত বিবেচনা করি না । ইহার মধ্যে অনেককে আমরা চিনি না । 龜 কবিতাগুলিতে বিশেষ কবিত্ব নাই এ গ্রন্থের উৎসর্গ পত্র মাত্র সমালোচনা | কিন্তু পদ্যবিন্যাসে কতকটা ইংরেজি সনে করিয়া, এত ক্ষতি গ্রস্ত হইয়াছেন, তবে আমরা সমগ্র গ্রন্থ সমালোচনা করিলে, নাজানি কি বিপদে পড়িব ? কেননা নিমাই বাবু বলিতে দিন বা না দিন, আমরাও মনে মনে স্পৰ্দ্ধা করি, যে আমরা নিমাই বাবুর বন্ধু মধ্যে গণ্য ; আর বঙ্গদর্শনের কাৰ্যালয় চুচুড়ার অপর পারে, এজন কখন কুখন আপনাদিগকে তাহার প্রতিবেশী বলিয়া ও শ্লাঘা করিতে পারি। আমাদের এ সকল অহঙ্কার লোপ পায় আমাদের এমন ইচ্ছা নহে—এজন্য তীর্থমহিমার সমালোচনায় প্রবৃত্ত হইলাম না। ভরসা করি, এক্ষণে আমরা নিৰ্ব্বিয়ে নিমাই বাবুর টের মত হইয়াছে। সনেটের অনুকরণে চতুর্দশপদী কবিতার স্মৃষ্টি, কিন্তু উভয়ে চৌদ্ধ ছত্র থাকা ভিন্ন সনেটে ও চতুৰ্দশ পদীতে অন্য সাদৃশ্য বড় দেখিতে পাওয়া যায় না। বঙ্গভূষণে কিঞ্চিৎ আছে। আমাদের বিবেচনায় কবিতা অপেক্ষা টীকাগুলির দর বেশী। - সাহিত্য মঞ্জরী। ঐনবীচন্দ্র দত্ত প্রণীত । কলিকাতা, সুচারু প্রেস । ১৮৭৩ ৷ “ বঙ্গবিদ্যালয়ে উচ্চশ্রেণীস্থ বালকগণের সাহিত্য পাঠোপযোগী গ্রন্থ অতি বিরল।" এই দেখিয়া গ্রন্থকার এই পুস্তক