পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰদৰ্শন ৰৈঃ, ১২৮৪ 0. নয়শো রূপেয়া । 3ు. তাহাকেই বিক্রয় করিবে স্থির করিয়াছিল; রঞ্জন এই সকল জানিয়া"আপনি সৰ্ব্বস্বাস্ত হইয়া সৰ্ব্বাপেক্ষা উচ্চ পণ প্রদানে স্বীকৃত হইল। রামধন টাকা পাইতেছে, সম্পর্কবিরোধে কোন প্রতিবন্ধকতা বোধ করিতে পারিল না বরং গ্রামের বিদ্যাভূষণের মত কোন প্রকারে গ্রহণ করিল; বিবাহের সকলই স্থির। সরল এই বিবাহ ঠিক ধৰ্ম্ম সঙ্গত হইতেছে না বোধে মনে বড়ই কুষ্ঠিত হইল, প্রাণে ব্যথিত হইল; ব্যথার ব্যর্থী রঞ্জনকে এ ব্যথার কথা জানাইবার জষ্ঠ তাহাকে কোন নির্জন স্থানে আহবান করিল। সরলা আপনার কোমল হৃদয় যত দূর পারিল দৃঢ় ৱদ্ধ করিয়া আসিয়াছিল “যাকে ভালবাসি সে যাহা বলিবে তাহাই বুঝিয়া যাইব; আজ তা হতে দিব না” সরল এই রূপ ভাবিয়া আসিয়াছিল। পাঠক দেখুন সরলকি বলে।” তাহার নিস্বার্থপ্রণয়ের,—বিশুদ্ধপ্রণয়ের—প্রগাঢ়তা উপলব্ধি করুন আর তার সরল হৃদয়ের সেই ব্যথায় একটু ব্যর্থী হউন। “রঞ্জন। * * এই যে কে আসছে, সরলাই বটে। (সরলার প্রবেশ) সরল, তুমি এখনও কাহিল আছ, আমার হাত ধোরে দাড়াও । o সরলা । না, তুমি একটু তফাত দাড়াও, আমার খুব নিকটে এস না । রঞ্জন। বিষয়টা কি বল দেখি ? আমার তু ভয় কোছে। তুমি ভয়ে রাত্রে একা বেরতে পার না, পূৰ্ব্বে লজ্জায় আমার সঙ্গে দিনের বেলায় কথা বোলতে পার নাই, আজ এই রাত্রে— সরলা । শোন, আমার অপরাধ নাই। বিপদে পড়লে লোকের ভয়ও থাকে না লজ্জাও থাকে না । রঞ্জন। সে কি! বিপদ আবার কি! অমার গুনে যে ভয়ে গা কঁপিছে। সরলা চল একটু তফাত্ যাই। কাল বাড়ীতে ক্রিয়া বোলে এখনও কেউই ঘুমায় নাই, কে দেখবে। সরল । দেখে আর কি করবে? একটু ঠাট্টা কোরবে। তা আমি সহ করতে পারি। যার সঙ্গে কালকে এমনি সময় থাকলে দোষ না হয়, তার সঙ্গে নয় আজকে দুটা কথাই বোল্লেম। রঞ্জন। বিপদ টা কি ? সরল। কালকে তোমায় আমায় একটা কাও হবে। রঞ্জন। বে হবে তাই বোলছ ? সরল। তাই বলছি। তা নাকি সম্পর্কে বাধে ? রঞ্জন। এই কথা তবু ভাল। তুমি ক্ষেপেছ নাকি ? সরলা । • আমার তোমার কাছে একটা মিনতি, শুনবে ত? রঞ্জন। অবশু শুল্ব। সরলা । আমার কথা গুলি মন দিয়ে শুনতে হবে, আর হেসে উড়িয়ে দিতে পারবে না। রঞ্জন। আচ্ছা বল শুনছি। সরলা । সম্পর্কে নাকি বাধে ?