পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वशीर्थम, ऎवम्, •२•• ) নয়শো রূপেয়া । St রজনাতোমার পক্ষে ? সরলা । তা শুনে তোষার দরকার কি ? রঞ্জন। তা বটে। কিন্তু তা না শুনলে আমি তোমার কথার উত্তর দিব কি রূপে ? সরলা । আমার তা হোলে জালা যন্ত্রণা • সব ঘুচে যায়। রঞ্জন । তা হয় ত এখনি বন্ধ কর । আমি ত বোলেছি সরল, তুমি আমার দিকে তাকাইও না। তবে আমি জন্মের মত বিদায় হই? কিন্তু বিদায় হবার আগে একটি কথা জিজ্ঞাসা করি, | তোমার আজ এরূপভাব দেখছি কেন? সরল। কিরূপ ভাব ? রঞ্জন। তুমি আমার উপর রাগ কোরলে কেন? সরল। আমি তোমার উপর রাগ করিনি? রঞ্জন । রাগ না কর, আমার উপর যদি কিছু স্নেহ মমতা ছিল তা গেল কেন? সরলা । কিসে বুলে? রঞ্জন। এই যে বোলে আমার সঙ্গে তো মার যে না হলে তোমার জালা যন্ত্রণা সব ঘুচে যাবে। সরলা । ই তা যায়। রঞ্জন। সরলা তুমি আমাকে নিয়ে খেলা কোরোনা । আমার ধন, প্রাণ, মান, মন, যথা সৰ্ব্বস্ব তোমার সোপেছি। তুমি প্রকারাস্তরে বোলছ আমার উপর স্নেহ মমতা কিছু কমে নাই, আজ যদি আমি বে তে ক্ষাস্ত দেই, কাল তোমীকে এক জন বে করে নে যাবে। তখন বল দেখি আত্মহত্যা ব্যতীত আমার আর কি উপায় থাকৃবে। সরলা । তোমার খুব কষ্ট হবে। তা না হলে আর গোল কি ? রঞ্জন। তোমার কষ্ট হবে না । সরলা । হবার আগে ঔষধ খাব ৷ রঞ্জন। তবে আমায় কেন সে ঔষধ একটু দেও না ? সরলা । তুমি অমন কথা মুখের আগায় এন না। তুমি আমার চেয়ে সহস্ৰ গুণে ভাল, আর একটা বে কোরে মুখে স্বচ্ছন্দে থাক। আমার পৃথিবীতে থেকে ফল কি ! - রঞ্জন। তবে তুমি প্রাণ ত্যাগ কোরবে? সরলা । আর আমার পথ কি আছে ? তুমি ক্ষান্ত দিলে, কাল বাবা আমারে আর এক জনের গলায় গেথে দেবেন। রঞ্জন। তবু আমাকে বে কোরবে না ? সরলা । আমি কোরতে চাইলে কি হয়, তুমি আমাকে নিয়ে কি কোরবে? রঞ্জন। কেন বুঝতে পাল্লেম না। সরলা। আত্মহত্যা না কি বড় পাপ । , রঞ্জন। সৰ্ব্বনাশ অমন কথা মুখে আনতে নাই, অমন পাপ পৃথিবীতে আর নেই। সরল । তাইত। তুমি যদি এক কায কর তবে এ পাপের দায় হোতে এफ़ाई। छूमि शनि चांमादद्र- । রঞ্জন। কি বোলছিলে বল। সরলা । তুমি যদি আমারে বে কর। রঞ্জন। তুমি আবল তাবল বকৃছে কেন ?