পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$$ নয়শো রূপেয়া । (बणार्थम, ૪, »۹۰ সরলা ! শোন কিন্তু দুই জনে— । রঞ্জন। আবার চুপ কোলে কেন ? সরলা । দুই জনে— । - রঞ্জন। আবার চুপ কোলে কেন ? সরলা । (অধোবদন) ছুই জনে ভাই বোনের মত থাকবো। তুমি আর একটা বে কোরো। আমি তোমার কাছে থাকৃব। আমি তার চেয়ে আর সুখ চাইনে।” এই দৃঙ্গে কিঞ্চিৎ গুণ আছে বলিয়াই আমরা উদ্ধত করিলাম, গুণের পরিমাণ পাঠকের রুচি ও বিবেচনার অধীন। ৪ । নাটকখানিতে অল্প স্বষ্টি চাতুৰ্য্যও আছে। সাতুলাল একটি অপুৰ্ব্ব জীব ; অপূৰ্ব্ব বটে কিন্তু অভাবনীয় নহে। সাতুলালের চরিত্রে এমন কিছু গৌরব নাই যে গ্রন্থকার স্পৰ্দ্ধা করিতে পারেন ; সাতুলাল গাজার নিমৰ্চাদ, সুতরাং নিমৰ্চাদের ছোট ভাই ; এ কথাও বলা যায় যে এখনকার নাটককারগণের পক্ষে এটি বড় অল্প কথাও নহে। যে দেশেরাম লক্ষণ সীতা শকুন্তলার কুষ্টি হইয়াছে সেই দেশে চেনা যায় ; দূর হতে স্বর শুনিলে বুঝিতে কথা শুনিয়া হাসিতে হয় ; তাহার সেই আহলাদের প্রকৃতিতে আবার যখন ক্রনীন দেখি তখন তাহার প্রতি একটি অপূৰ্ব্ব প্রীতি হয়, সাতুলালের এত গুণ আছে সে যে নিমৰ্চাদের কাধে হাত দিয়া দাড়াইবে বড় আশ্চৰ্য্য নয়। আমরা সমালোচন শেষ করিলাম। গুপ্ত গ্রন্থকারের এই খানি যদি প্রথম ফল হয় আমাদের ভরসা হইতেছে, তিনি ভাষা ও রস পরিচালনে আরো একটু শিক্ষিত হইলে তাহার গ্রন্থ আদরণীয় হইবে।