পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&● বসন্ত এবং বিরহ"। (दणन4म, टेवा, ༠༢༤༠ | যেমন সরোবরে সরোজিনী ভাঙ্গুর আশা করে, যেমন কুমুদিনী কুমুদ বান্ধবের আশা করিয়া থাকে, যেমন চাতক মেঘের জলের আশা করিয়া থাকে—আমি তেমনি তোমার আশা করিতেছি। - শ্ৰামী । (কঁদিতে ২) যেমন রাখাল, হারান গোরুর আশায় দাড়াইয়া থাকে, যেমন বালকে ময়রার দোকান হইতে লোক ফিরিবার আশায় দাড়াইয়া থাকে, যেমন অশ্ব তৃণাহরক গ্রাস কটের আশা করিয়া থাকে, হে প্রাণবন্ধো ! আমি তেমনি তোমার আশা করিয়া আছি । যেমন মাছ ধুইতে গেলে পরিচারিকার পশ্চাৎ২ মার্জার গমন করে, তেমনি তোমার পশ্চাৎ২ আমার মন গিয়াছে। যেমন উচ্ছিষ্টাবশেষ ফেলিতে গেলে, বুভুকু কুকুর পশ্চাৎ২ যায়, আমার অবশ চিত্ত তেমনি তোমার পশ্চাৎ২ গিয়াছে । যেমন কলুর ঘানিগাছে প্রকাণ্ডাকার বলদ ঘুরিতে থাকে, তেমনি আশা নামে আমার প্রকাও বলদ,তোমার প্রণয় রূপ ঘানি গাছে ঘূরিতেছে। যেমন লোহার চাটুতে তপ্ত তৈলে কই মাছ ভাজে,তেমনি এই বিরহ চাটুতে বসন্ত রূপ তপ্ত তৈলে আমার দেয় রূপ कहे भोझ्द्रक आश्व्रश्। उल्लिएउद्दश् । cयमन এই বসন্ত কালের তাপে সজিনা খাড়া ফাটিতেছে,তোমার বিরহসন্তাপে তেমনি আমার হৃদয় খাড়া ফাটিতেছে । যেমন এক লাঙ্গলে যোড়া গোরু যুড়িয়া ক্ষেত্রকে চাসা ক্ষতবিক্ষত করে, তেমনি এক প্রেম লাঙ্গলে বিরহ এবং বারঞ্জীভক্তিরূপ যোড়া গোরু যুড়িয়া আমার স্বামী চাস আমার হৃদয় ক্ষেত্রকে ক্ষতবিক্ষত করিতেছেন। কথায় আর কি বলিব। বিরহের জালায় আমার ডালে মুণ হয় না, পানে চুন হয় না, ঝোলে কাল হয় না, ক্ষীরে মিষ্ট হয় না। সখি বিরহের দুঃখ যে দিন মনে হয়, সে দিন আমি তিন বেলা বই খাইতে । পারি না; আমার ছধের বাটি অমনি পড়িয়া থাকে। (চক্ষু মুছিয়া) সখি, তোমার বসন্ত বর্ণনা সমাপ্ত কর, দুঃখের কথায় আর কাজ নাই । বামী। আমার বসন্ত বর্ণনা শেষ হইয়াছে। ভ্রমর, কোকিল, এবং মলয় মারুত এবং বিরহ এই চারিটির কথাই বলিয়াছি আর বাকি কি ? वांगैौ । लक्लि पञांग्न रुजनैौ ।