পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেমচন্দ্র। . (बशङ्गर्भत्र, ज३, ४९*० দীক্ষিত করিবার জন্তু লইয়া গেলেন। চাচিঙ্গ বাট প্রত্যাগত হইয়া তাহার পু ত্রকে দেখিতে না পাইয়া যার পর নাই পরিতাপিত হইলেন এবং অনতি বিলম্বে করুণাবতী মন্দিরে চঙ্গ দেবের উদ্দেশে গমন করিলেন । তথায় দেবচন্দ্র আচার্য্যের নিকট জ্ঞাত হইলেন, যে র্তাহার তনয় হেমচন্দ্র নাম গ্রহণ করিয়া উদয়ন মস্ত্রীর আবাসে জৈন ধৰ্ম্মের গ্রন্থাবলী অধ্যয়ন করিতেছেন। হেমচন্দ্রের মন জৈনাচাৰ্য্য বর্গের উপদেশে এত আকৃষ্ট হইয়াছিল, যে তিনি পিত্রালরে কোন ক্রমেই প্রত্যাগত হইলেন না । কিয়ৎ কাল মধ্যেই তিনি কুরি বা আচাৰ্য্য পদ প্রাপ্ত হইরা ক্রমে স্ববিখ্যাত হইয়া উঠিলেন। সসৈন্তে কুমার পাল মালব দেশে প্রবেশ করিলে উদয়ন মন্ত্রীর দ্বারা তিনি রাজ সমীপে নীত হইলেন, এবং র্তাহার বাক্যালাপে নৃপতির হৃদয় অতীব প্রফুল্প হইল। রাজা হেমাচার্য্যের উপদেশানুসারে সাগরের তরঙ্গ মালায়—ভগ্ন প্রায়—দেবপত্তনে সোমেশ্বরের মন্দির বহু ব্যয়ে সংস্কার করেন, এবিষয় উক্ত মন্দিরের প্রস্তর ফলকে (৮৫০) বল্লভী সম্বৎ মধ্যে সম্পন্ন হয় খোদিত ছিল । এই কীৰ্ত্তি জন্ত প্রস্তর ফলকের লিপিতে কুমার পালের ভূরি২ প্রrশংসা করা হইয়াছে। রাজা কুমার পাল আচাৰ্য্য হেমচন্দ্রের উপদেশ মতে মন্দিরের সংস্কার কার্য্য শেষ পর্য্যস্ত দুই বৎসর আ! মিষ ভোজন, ও স্ত্রী সংসর্গ, ত্যাগ করিয়াছিলেন। বুক্ষণগণ দেখিলেন তাহাদের রাজ সভায় দিনই মান্ত খৰ্ব্ব হইতে লাগিল সুতরাং তাহারা হেমচন্দ্রের যাহাতে হতমান হয় তাহার ষড়যন্ত্র করিতে লাগিলেন। ব্রাহ্মণের উপর জৈনাচার্য্যের প্রভুত্ব অত্যন্ত অসহ হইয়া উঠিল। তাহারা রাজাকে মন্দির প্রতিষ্ঠার দিবস হেমচন্দ্র সঙ্গে একত্রে উপাসনা করিতে কহিলেন । হেমচন্দ্র জৈন, তিনি সোম পূজক ছিলেন না, কিন্তু রাজার প্রস্তাবে অগত্যা স স্বত হইতে হইল। তিনি গির্ণার এবং শক্ৰঞ্জয় পৰ্ব্বতের জৈন তীর্থবিলোকনান্তর । দেব পত্তনে রাজার সহিত সাক্ষাৎ করি লেন এবং তথা হইতে রাজা ও পারিষদ । বর্গের সহিত সোমেশ্বরে উপস্থিত হইলেন। মন্দিরের প্রধান পুজক ব্রাহ্মণ শ্ৰী বৃহস্পতি । সমভিব্যাহারে রাজা ও হেমচন্দ্র দেবতাকে | বন্দনা এবং প্রদক্ষিণাদি করিলেন । রাজা ও পারিষদ বর্গ হেমচন্দ্রকে এতদিন জৈন জানিতেন, এক্ষণে র্তাহাকে পৌতুলিকের দ্যায় উপাসনা করিতে দেখিয়া তাহাদিগের ভ্রম দূর হইল। হেমচন্দ্র । অতি চতুর, তাহার হিন্দু ধৰ্ম্মে কিছু মাত্র আস্থা ছিল না। কেবল রাজপ্রসাদ লাভের জন্য তাহকে নানা কৌশল করিতে । হইল; এবিষয়ে তাহার চরিত্র সম্বন্ধে ক- : লঙ্ক স্পর্শ করিল বলিতে হইবেক । সো- | মেশ্বর হইতে তিনি রাজাকে লইয়া অনিহীল পুরে গমন করিলেন । তথায় তাহাকে জৈন ধৰ্ম্মের অনেক রহস্ত কহিলেন, এৰং ক্রমে কুমার পালের হিন্দু ধৰ্ম্মে বি শ্বাস হ্রাস হইয়া আসিল । গুজরাটের