পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( معهد ,awrrs, cent হেমচন্দ্র । & d’s মধ্যে তিনি পশু হিংসানিবারণ করিলেন, এবং তাহার অনুজ্ঞায় ব্রাহ্মণগণ চতুর্দশ বধ পৰ্য্যন্ত দেবদেবীর নিকট পখাদি বলিদানের পরিবর্তে শষ্যাদি উপহার দিত। কুমার পালের জৈন ধৰ্ম্মে বিশ্বাস ক্রমেই अत्र झईब्रां ऊँठेिल । ठिनि स्रनिशैल পুরে “কুমার বিহার” নামক পাশ্বনাথের মন্দির স্থাপন করিলেন এবং তৎকর্তৃক দেবপত্তনে একটা স্বধৃত জৈন মন্দির নিশ্মিত হইল। কুমার পাল জৈন ধৰ্ম্মের চতুর্দশ আজ্ঞানুসারে দীক্ষিত হইয়া, প্র: জাবর্গের মধ্যে স্বীয় অকৃত্রিম দয়া ও ধৰ্ম্মের প্রোজ্জলদীধিতি বিকীর্ণ করিতে লাগিলেন, এবং সকলেই তাহাকে রঘু, নহুষ, ও ভরতের, সমকক্ষ বলিতে লাগিল। # প্রবন্ধ চিস্তামণি” মধ্যে কুমার পালের অনেক বিবরণ সঙ্কলিত হইয়াছে কিন্তু সে সকল হেমচন্দ্রের বিষয়ে অপ্রাসঙ্গিক বোধে গ্রহণে বিরত হইলাম’। কুমার পালের ত্রিংশৎ বর্ষ রাজ্য কালে হেমাচাৰ্য্য আপনাকে অত্যন্ত প্রাচীন বোধ করিয়া নিৰ্ব্বাণ কামনায় অাহারাদি এক কালে পরিত্যাগ করিলেন । এবং কিয়দিবসের মধ্যেই ৮৪ বর্ষ বয়ঃক্রমে তাহার মৃত্যু হইল। হেমচন্দ্র সম্বন্ধে অলৌকিক নানা বিধ গল্প প্রচলিত আছে, কিন্তু তাহা সমুদায় অকিঞ্চিৎকর বিবেচনায় গ্রহণ করিলাম না । “রাসমালার” মতানুসারে তিনি ১১৭৪ খৃষ্টাকে মানবলীলা সম্বরণ করেন। প্রসিদ্ধ জৈন বৈয়াকরণ পূজ্যপাদ এবং | ऐजन cछाडिय-भाज्ञ-८बख अभिङ यडिब्र পরে হেমচন্দ্র বর্তমান ছিলেন এবং ইহাত্ত স্থির হইয়াছে যে র্তাহার সময়ে “জৈন কল্পসুত্র” রচিত হয়। . হেমচন্দ্র শ্বেতাম্বর জৈন। তিনিই এই সম্প্রদায়ের প্রসিদ্ধ আচাৰ্য্য এবং তদ্বারা জৈন ধৰ্ম্মের বিলক্ষণ উন্নতি হইয়াছিল। “সময় ভূষণ” গ্রন্থে লিখিত আছে, তিনি পাটলী পুত্র নিবাসী এবং তথা হইতে গুজরাটে গমন করেন । এই গ্রন্থে র্তাহার জীবন চরিত সংক্রান্ত অন্ত কোন বিশেষ বিবরণ প্রাপ্ত হওয়া যায় না । হেমচন্দ্র “ অভিধান চিন্তামণি,” প্রাকৃত ব্যাকরণ এবং “ত্রিষষ্ঠ শলকাপুরুষ* চরিত’ রচনা করেন। (“অভিধান চিন্তামণি” অতি প্রসিদ্ধ জৈনকোষ। “শব্দ কল্পদ্রমে” ইহার অনেক প্রমাণ উদ্ধৃত হইয়াছে। কেহ২ অনুমান করেন অভিধান চিন্তামণির নানার্থ ভাগ,“ বিশ্বকোষ” হইতে সঙ্কলিত কিন্তু আমরা এ কথায় অমুমোদন করি না, কেন না, কোলাচল মল্পীনাথ স্বরি এই নানার্থ ভাগের অনেক প্রমাণ তাহার টাকায় উদ্ধৃত করিয়াছেন, সুতরাং “ বিশ্বকোষ” তাহার পরে রচিত হয়। এবিষয় অনুশীলন করিলেই তাহ স্পষ্ট প্রতীয়মান হইবেক । অভিধান চিন্তমণি সংস্কৃত জৈন অভিধান। ইহাতে জৈন ধৰ্ম্মের সমুদায় শব্দসঙ্কলিত হইয়াছে ॥ • এই জৈন মহাকাৰ একখানি মাত্র বিলাডের “রএল এশিয়ার্টীক সোসাইটীর” পুস্তকালয়ে আছে । SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAAAA