পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই সংসারে একটি শৰা সৰ্ব্বদা শুনিতে পাই—“অমুক বড় লোক—অমুক ছোট লোক।” এটি কেবল শব্দ নহে। লোকের পরস্পর বৈষম্য জ্ঞান মনুষ্য মণ্ডলীর কাৰ্য্যের একটা প্রধান প্রবৃত্তিমুল । অমুক বড় লোক, পৃথিবীর যত ক্ষীর সর নবণীত, সকলই তাহাকে উপহার দাও । ভাষার সাগর হইতে শব্দ রত্ন গুলি বাছিয়া২ তুলিয়া হার গাথিয় তাহাকে পরাও, কেন না তিনি বড় লোক । ঐ যে ক্ষুদ্র অদৃপ্তপ্রায় কণ্টকটি পথে পড়িয়া আছে, উহা যত্ন সহকারে উঠাইয়া সরাইয়া রাখ— ঐ বড় লোক আসিতেছেন, কি জানি যদি তাহার পায়ে ফুটে । এই জীবন পথের ছায়া স্নিগ্ধ পার্শ্ব ছাড়িয়া রোত্রে দাড়াও, বড়লোক যাইতেছেন। সংসা}রের আনন্দকুসুম সকল, সকলে মিলিয়া চয়ন করিয়া শষ্য রচনা করিয়া রাখ, বড় লোক উহাতে শয়ন করুন। আর তুমি? তুমি বড় লোক নহ—তুমি সরিয়া ধাড়াও, এ পৃথিবীর ভাল সামগ্রী কিছুই তোমার জন্ত নয়। কেবল এই তীব্ৰঘাতী লোলায়মান বেত্র তোমার জন্ত—বড় লোকের চিত্তরঞ্জনার্থ তোমার পৃষ্ঠের সঙ্গে মধ্যে২ ইহার আলাপ হইবে। বড় লোকে ছোট লোকে এ প্রভেদ কিসে? রাম বড় লোক, যদু ছোট লোক কিসে? তাহ মোটামোট বুঝিলে এক প্রকার বুঝা যায়। যন্থ চুরি করিতে | জানে না, বঞ্চনা করিতে জানে না, পরের } সৰ্ব্বস্ব শঠতা করিয়া গ্রহণ করিতে জানে । না, হুতরাং যছ ছোট লোক; রাম চুরি । ! করিয়া, বঞ্চনা করিয়া, শঠতা করিয়া, i ধনসঞ্চয় করিয়াছে, স্বতরাং রাম বড় লোক। অথবা রাম নিজে নিরীহ ভাল | মানুষ, কিন্তু তাহার প্রপিতামহ চৌর্য্য | বনাদিতে সুদক্ষ ছিলেন; মুনিবের সৰ্ব্বস্বাপহরণ করিয়া বিষয় করিয়া গিয়াছেন, রাম জুয়াচোরের প্রপৌত্র, সুতরাং | সে বড় লোক। যছর পিতামহ আপনি আনিয়া আপনার খাইয়াছে—সুতরাং সে ছোট লোক। অথবা রাম কোন বঞ্চকের কন্যা বিবাহ করিয়াছে, সেই সম্বন্ধে বড় লোক। রামের মাহায্যের উপর পুষ্পবৃষ্টি কর । অথবা রাম, সেলাম করিয়া, গালি খাইয়া, কদাচিৎ পদাঘাত সহ করিয়া, মুথবা ততোধিক কোন মহৎ কাৰ্য্য করিয়া, কোন রাজপুরুষের নিকট প্রসাদ প্রাপ্ত হইয়াছে। রাম চাপরাশ গলায় বাধিয়াছে—চাপরাশের বলে বড় লোক হই थ