পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

०२४8 l) এদিকে আবার বীরত্বের নাশে স্বাধীনতার ধ্বংস ; অধীনতার নীতিপ্রণালীও পৃথকৃ; দৌৰ্ব্বল্য প্রবল হইলে দুৰ্ব্বলের বুদ্ধিচাতুর্য্য একমাত্র আশ্রয় । “ বলে না পারি ফিকিরে মারিব।” তখন চাণক্যের ও মাকিয়াবেলির প্রণীত বুদ্ধিচতুরতা সমাজের আশা বা দুরাশার স্বল হইয়া উঠে—শঠের সহিত শঠের মত আচরণ করিতে শিক্ষণ হয়। ইউরোপে ইটালী, ও ভারতে বঙ্গ-দেশ এই শিক্ষার অভি'নয় স্থান। এই উভয় প্রদেশের সমাজের অবস্থা ও তাৎকালিক নিয়মাবলীর সৌসীদৃশ্য দেখিলে চমৎকৃত হইতে হয় । প্রথমতঃ ইটালীর রোমরাজ্য বিধ্বংস হইবার পর পশ্চিম খণ্ডের অপর সমস্ত দেশে অরাজকতা । সে সময়ে পুর্ণ অজ্ঞানতিমিরে আচ্ছন্ন ইটালীর ক্ষুদ্র ক্ষুদ্র নগর সভ্যতার বীজভূমি । ভিনিস, জেনোয়, রোম, ও টসকেনি অপেক্ষাকৃত শারীরিক সচ্ছন্দতার ও সামাজিক স্বপ্রণাशैौब्र छिब्ररुन ब्लन्नडूमि ; भूत्वाङन cबांशরাজ্যের সভ্যতার কিছু কিছু কণিকা এ নগরচয়ে বিকীর্ণ ছিল । রোমনগর হইতে কৈসারগণের রাজধানী স্থানান্তরিত হইcत७ ईश बैौटीग्रांन श{ीवशन्नैौ c** দিগের স্বপ্রসিদ্ধ পবিত্র ধাম হইয়া উঠিলু, ধৰ্ম্মতত্ত্ব চতুৰ্দ্দিশ্ব্যাপী অন্ধকারের মধ্যে এখানেই আলোচিত হইতে লাগিল । পশ্চিমাঞ্চলের অসভ্যতা ও পূৰ্ব্বখণ্ডের সভ্যতার এই মগর সকল মধ্যবৰ্ত্তী হইর। উঠিল। তৎকালিক প্রসিদ্ধ রাজ্যচয় শাস্তিধৰ্ম্ম ও সাতুস শিক্ষা । ‰ ፃእ মধ্যে বিনিস বাণিজ্যের প্রধানতম নগর বলিয়া বিখ্যাক হইল ; বাণিজ্যের সহিত অর্থাগম, সুরুচি, জীবনের মুখপ্রদায়ক দ্রব্য নিকরের আবিন্ধিয়া বা সংগ্ৰহ হইতে. লাগিল। উচ্চতম আল্প পৰ্ব্বতের উত্তর অঞ্চলে প্রজাসমূহের স্বাধীনতা যে ফিউডল প্রস্থদের দৃঢ় চপেটাঘাতে ধরাশায়ী হুইতেছিল, তাহীদের অত্যাচার ইটালীর জনাকীর্ণ নগরে প্রবেশ করে নাই । স্বাধীনতা, বাণিজ্য ও অর্থসমাগমের সঙ্গে এই সকল নগরে সাহিত্য, শিল্প ও বিজ্ঞানের আলোচনা আরম্ভ হইল; ইটালীর নিকটস্থ সাগরসমূহ পণ্যদ্রব্যপরিপূর্ণ পোতমালায় মুশোভিত হইল । ইটালীর প্রত্যেক নগরে হুণ্ডি প্রেরণ জন্য ব্যাঙ্ক সংস্থাপিত হইল। এক ফুরেন্স নগরে অশীতি ব্যাঙ্কঘর ও পশমের বস্ত্ৰ নিৰ্ম্মণার্থ দুই শত কুঠি সংস্থা পন, ও ঐ সকল কুঠিতে ত্রিংশ সহস্ৰ লোক প্রাত্যহিক কার্য্যে নিযুক্ত হইল । তিন লক্ষ করিয়া ফুেরিন (প্রার ৬০ লক্ষ টাকা ) মুদ্রিত হইতে লাগিল। দুইটী রোকড়ের কুঠি হইতে ইংলণ্ডেশ্বর তৃতীয় এড়ওয়ার্ড তিন লক্ষ মার্ক মুদ্রা (প্রায় ৩৭, লক্ষ ৫০ হাজার টাকা ) কর্জ পাইরাছিলেন । ফুরেন্স রাজ্যে প্রায় ষাট লক্ষ টীকা রাজস্ব সংগ্ৰহ হইত কিন্তু এইরূপ সমৃদ্ধিশালী হইয়াও এ সকল রাজত্ব স্বল্প কাল মধ্যে অবনতি প্রাপ্ত,স্বাধীনতাহীন ও মলিন শ্ৰী হইল । স্ব স্ব নগরে শান্তিমুখী সম্ভোগে পুর