পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ys*n, ta:, sas e 1) o: সে এখন কালক্রমে লন্ধয়ঃ, কর্কশকাস্তি, হয় ত মহাপাপিষ্ঠ, পৃথিবীর পাপস্রোত বাড়াইতেছে, হয় ত, তোমায়ই দ্বেষক—তুমি কেবল র্কাদিয়া বলিতে পার, “ ইহাকে আমি কোলে পিঠে করিয়াছি।” তুমি যাহাকে কোলে বসাইয়া, ক, খ, শিখাইয়াছিলে, সে হয় ত এখন লব্ধপ্রতিষ্ঠ পণ্ডিত, তোমীর মুখত দেখিয়া মনে২ উপহাস করে। যাহার ইস্কুলের বেতন দিয়া তুমি মানুষ করিয়াছিলে, সে হয় ত এখন তোমারে টাকা ধার দিয়া, তোমারই কাছে সুদ খায়। তুমি যাহাকে শিখাইতে, হয় ত সেই তোমায় শিথাইতেছে । যে তোমার অগ্রাহ ছিল, তুমি আজি তার অগ্রাহ।আর অরণ্যেয় বাকি কি ? অন্তর্জগৎ ছাড়িয়া, বহির্জগতেও এইরূপ দেখিবে । যেখানে তুমি স্বহস্তে পুষ্পেীদ্যান নিৰ্ম্মাণ করিয়াছিলে,—যাছিয়া বাছিয়া, গোলাপ চন্দ্রমল্লিকা, ডালিয়া, বিগ্লোনিয়া,সাইপ্রেস অরকেরির আনিয়া পুতিয়াছিলে, পাত্রহস্তে স্বয়ং জলসিঞ্চন করিয়াছিলে, সেখানে দেখিবে, ছোলা মটরের, চাস,-হারাধন পোদ, গামছা কঁাদে, মোট ২ বলদ লইয়া, নিৰ্ব্বিয়ে লাঙ্গল দিতেছে—সে লাঙ্গলের ফীল তোমার হৃদয়মধ্যে প্রবেশ করিতেছে । যে অট্টালিকা তুমি যৌবনে, অনেক সাধ মনেই রাখিয়া, অনেক সাধ পুরাইয়া, স্বত্বে নিৰ্ম্মাণ করাইয়াছিলে,যাহাতে পালঙ্ক *iक्लिब, नब्रटन नब्रट्न पत्रक्षद्वद्र अष्टाङ्ग বুড় বয়সের কথা । מס\ sę মিলাইয়া, ইহজীবনের অনশ্বর প্রণয়ের প্রথম পবিত্র সস্তাষণ করিয়ছিলে, হয় ত দেখিবে সে গৃহের ইষ্টক সকল দামুঘোষের আস্তাবলের স্বরকির জন্য চূর্ণ হইতেছে; সে পালঙ্কের ভগ্নাংশ লইয়া কৈলাশীর মা পাচিক, ভাতের ছাড়িতে জাল দিতেছে—আয় অরণ্যের বাকি কি ? সকল জালার উপর জালা, আমি সেই যৌবনে, যাহাকে সুন্দর দেখিয়াছিলাম —এখন সে কুৎসিত। আমার প্ৰিয়বন্ধু দাসুমিত্র, যৌবনের রূপে স্ফীতকণ্ঠ কপোতের ম্যায় সগৰ্ব্বে বেড়াইত,—কত মাগী গঙ্গার ঘাটে, স্নানকালে র্তাহাকে দেখিয়া নমঃশিবায় নমঃ বলিয়া ফুল দিতে, “ দামু মিত্রায় নমঃ’ বলিয়া ফুল দিয়াছে। এখন সেই দামুমিত্রের শুষ্ক কণ্ঠ, পলিত কেশ, দস্তহীন, লোল চৰ্ম্ম, শীর্ণকার । দাস্কর, একটা ব্রাণ্ডি আর তিনটা মুরগী জলপানের মধ্যে ছিল,— এখন দাস্ত্র নামাবলীর ভরে কাতর,পাতে মাছের ঝোল দিলে, পাত মুছিয়া ফেলে। আর অরণ্যের বাকি কি ? গদার মাকে দেখ। যখন আমার সেই পুম্পোদ্যানে, তরঙ্গিণী নামে যুবতী ফুল छूब्रि कब्रिटड बाहेउ, भप्न रहेउ मनन কানন হইতে সচল সপুষ্প পারিজাত বৃক্ষ আনিয়া ছাড়িয়া দিরাছে। তাহার অলক দাম লইয়া উদ্যান বায়ু ক্রীড়া করিত, তাহার অঞ্চলে কাটা বিধিয়া দিয়া, গোলাপ গাছ রসকেলি করিত। আর আজি গদার মাকে দেখ। বকবিকি করিতেই