পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f rf, दैबः, 1 ייאי) হিন্দু, মুসলমান, ইহার মধ্যে কে কাহার সঙ্গে একতাযুক্ত হইবে ? ধৰ্ম্মগত ঐক্য থাকিলে বংশগতু ঐক্য নাই, বংশগত ঐক্য থুকিলে ভাষাগত ঐক্য নাই, ভাষাগত ঐক্য থাকিলে নিবাসগত ঐক্য নাই। রাজপুত, জাঠ একধৰ্ম্মাবলম্বী হইলে, ভিন্নবংশীয় বলিয়া ভিন্ন জাতি, বাঙ্গালী বেহার একবংশীয়ু হইলে ভাষাভেদে ভিন্ন জাতি ; মৈথিলি কনোজী• একভাষী হইলে, নিবাসভেদে ভিন্ন জাতি। কেবল ইহাই নহে । | ভারতবর্ষের এমনই অদৃষ্ট, যেখানে কোন | প্রদেশীয় লোক সৰ্ব্বাংশে এক ; যাহাদের এক ধৰ্ম্ম, এক ভাষা, এক জাতি, এক দেশ ; তাহাদের মধ্যেও জাতির একত-জ্ঞান নাই। বাঙ্গালির মধ্যে বাঙ্গালি জাতির একতা বোধ | नाहे, শীকের মধ্যে শীক জাতির একতা বোধ নাই। ইহারও বিশেষ কারণ, আছে। বহু কাল পর্যন্ত বহুসংখ্যক ভিন্ন জাতি এক বৃহৎ সাম্রাজ্যভুক্ত হইলে ক্রমে জাতিজ্ঞান লোপ হইতে থাকে। ভিন্ন ভিন্ন নদীর মুখনিৰ্গত জলরাশি যেমন সমুদ্রে আসিয়া পড়িলে, আর তন্মধ্যে ভেদজ্ঞান করা যায় না, বৃহৎ সাম্রাজ্যভুক্ত ভিন্নজাতিগণের সেইরূপ ঘটে। তাহাদের পার্থক্য যায়, অথচ ঐক্য জন্মে না। রোমক | সাম্রাজ্যমধ্যগত জাতিদিগের এই দশ ঘটিয়াছিল। হিন্দুদিগেরও তাঁহাই ঘুটিয়াছে। জাতি-প্রতিষ্ঠা নানা কারণে ভারতবর্ষে অনেক দিন হইতে লোপ হইয়াছে। লোপ হইয়াছে বলিয়৷ কখন হিন্দুসমাজ কর্তৃক কোন জাতীয়| কাৰ্য্য সমাধা হয় নাই। লোপ হইয়াছে - ভারত-কলঙ্ক । * বিনা বিবাদে সমাজকর্তৃক. অভিষিক্ত হইয়া 3 * ছেন । এই জন্যই স্বাতন্ত্র্যরক্ষার কারণ হিন্দু সমাজ কখন তর্জনীর বিক্ষেপও করে নাই । ইতিহাস-কীর্তিত কাল মধ্যে কেবল দুই বার হিন্দু সমাজ মধ্যে জাতি-প্রতিষ্ঠার উদয় হইয়াছিল । একবার মহারাষ্ট্রে শিবজী এই মহামন্ত্র পাঠ করিয়াছিলেন । তাহার সিংহনাদে মহারাষ্ট্র জাগরিত হইয়াছিল। তখন মহারাষ্ট্ৰীয়ে মহারাষ্ট্ৰীয়ে ভ্রাতৃভাব হইল । এই আশ্চৰ্য্য মন্ত্রের বলে অজিতপূৰ্ব্ব মোগলসাম্রাজ্য মহারাষ্ট্রীয় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হইল। চিরজী যবন হিন্দুকর্তৃক বিজিত হইল। সমুদায় ভারতবর্ষ মহারাষ্ট্রের পদাবনত হইল । অদ্যাপি মার্হাট্টা, ইংরাজের সঙ্গে ভারতবর্ষ। ভাগে ভোগ করিতেছে। দ্বিতীয় বারের ঐন্দ্রজালিক রণজিৎ সিংহ ; ইন্দ্রজাল খালস । জাতীয় বন্ধন দৃঢ় হইলে পাঠানদিগের স্বদেশেরও কিয়দংশ হিন্দুর হস্তগত হইল। শতদ্রু পারে সিংহনাদ শুনিয়া, নিৰ্ভীক ইংরাজও কম্পিত হইল। ভাগ্যক্রমে ঐন্দ্রজালিক মরিল । পটুতয় , ঐন্দ্রজালিক ডালহৌসির হস্তে খালস ইন্দ্রজাল ভাঙ্গিল। কিন্তু রামনগর এবং চিলিয়ানওয়ালা ইতিহাসে লেখা রহিল।. যদি কদাচিৎ কোন প্রদেশখণ্ডে জাতিপ্রতিষ্ঠার উদয়ে এতদূর ঘটয়াছিল, তবে সমুদায় ভারত এক জাতীয় বন্ধনে বদ্ধ হইলে কি ন হইতে পারিত ? 穩 ইংরাজ ভারতবষের পরমোপকারী । ইংরাজের ধার ভারতবর্ষ কখন শোধিতে পারিবে না। ইংরাজ বাণিজ্য বাড়াইতেছে, ৰলিয়, সকল জাতীয় রাজাই হিন্দু রাজ্যে 이 . -------------------------टू