পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कान् סt: 38ו אף ৰিষবৃক্ষ । 는 কে বলিয়া দিবে, কোথায় পথ ? কুন্দনন্দিনী কখন দত্তদিগের বাটার বাহির হয় নাই। কোন দিকে কোথা যাইবার পথ, তাহা জানে না। আর, কোথায়ই বা বাইবে ? অট্টালিকার বৃহৎ অন্ধকার কায়া, আকাশের গায়ে লাগিয়া রহিয়াছে— সেই অন্ধকার বেষ্টন করিয়া কুন্দনন্দিনী বেড়াইতে লাগিল। মানস, একবার নগেন্দ্রনাথের শয়ন কক্ষের বাতায়ন পখের আলো দেখিয়া যায় । একবার সেই আলো দেখিয়া চক্ষু জুড়াইয়া যাইবে । র্তাহার শয়নাগার চিনিত—ফিরিতে২ তাহু! দেখিতে পাইল—বাতায়ন পথে আলো দেখা যাইতেছে । কবাট খোলা —সালী বন্ধ—অন্ধকার মধ্যে তিনটি জানেল জ্বলিতেছে। তাহার উপর পতঙ্গজাতি উড়িয়া উড়িয়া পড়িতেছে। আলো দেখিয়া উড়িয়া পড়িতেছে, কিন্তু রুদ্ধপথে প্রবেশ করিতে না পারিয়া, কঁাচে ঠেকিয় ফিরিয়া যাইতেছে। কুন্দনন্দিনী এই ক্ষুদ্র পতঙ্গদিগের জন্য হৃদয় মধ্যে नैउि| इश्न। কুন্দনন্দিনী মুগ্ধ লোচনে সেই গবাক্ষ পথপ্রেরিত আলোক দেখিতে লাগিল —সে আলো ছাড়িয় ঘাইতে পারিল না। শয়নাগারের সম্মুখে কতক গুলিন कडि गाइ हिन-कूचनक्रिमै उशिज़ জুল্লায়,গৰাক প্রতি সন্মুখ করিয়া £—šai বসিল। রাত্রি অন্ধকার, চারিদিগ অন্ধকার, | গাছে২ খছোতের চাকচিক্য সহস্রে২ | তেছে । আকাশে কালে মেঘের পশ্চাঙ্গে কালে মেঘ ছুটিতেছে—তাহার পশ্চাৎ আরও কালে মেঘ ছুটিতেছে—তৎপ- | শ্চাতে আরও কালো। আকাশে দুই | একটা নক্ষত্রমাত্র, কখন মেঘে ডুবিতেছে, | কখন ভাসিতেছে। বাড়ীর চারি দিকে বাউ গাছের শ্রেণী, সেই মেঘময় আ- | কাশে মাতা তুলিয়া, নিশাচর পিশা চের মত দাড়াইয়া আছে। বায়ুর স্পর্শে | সেই করালবদন নিশীথিনী অঙ্কে থাকিয়, । তাহারা আপন২ পৈশাচী ভাষায় কুন্দ- | নন্দিনীর মাতার উপর কথা কহিতেছে। । পিশাচেরাও করল রাত্রির ভয়ে, অল্প | শব্দে কথা কহিতেছে। কদাচিৎ বায়ুর সঞ্চালনে, গবাক্ষের মুক্ত কবাট প্রাচীরে বারেক মাত্র আঘাত করিয়া শব্দ করিতেছে। কাল পেচা সোধোপরি বসিয়া ডাকিতেছে । কদাচিৎ একটা কুকুর, অন্য পশু দেখিয়া, সন্মুখ দিয়া অতি দ্রুত বেগে ছুটিতেছে। কদাচিৎ বাউয়ের পল্লব অথবা ফল, খসিয়া পড়ি তেছে। দূরে নারিকেল বৃক্ষের অন্ধকায়, । শিরোভাগ অন্ধকারে মন্দ২ হেলিতেছে ; | দূর হইতে তাল বৃক্ষের পত্রের তর২ মৰ্ম্মর শব্দ কৰ্ণে আসিতেছে ; সৰ্বোপৰি সেই বাতায়ন শ্রেণীর উজ্জ্বল আলে