পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२४ বিষবৃক্ষ । ( १धचर्शनं, उी: *२१> জ্বলিতেছে—আর পতঙ্গদল ফিরিয়া২ আসিতেছে। কুন্দনন্দিনী সেই দিকেই , চাহিয়া রহিল । ধীরে২ একটা গবাক্ষের সাসী খুলিল । এক মনুষ্যমুৰ্বি আলোকপটে চিত্রিত হইল । হরি ! হরি ! সে নগেন্দ্রের মুক্তি। নগেন্দ্র—নগেন্দ্র ? যদি ঐ বা উতলার অন্ধকারের মধ্যে ক্ষুদ্র কুন্দ রুস্তমটি দেখিতে পাইতে । যদি তোমাকে গব:ক্ষ পথে দেখিয়া, তাহার হৃদয় ঘাতের শব্দ দুপ ? দুপ ! শব্দ—যদি সে শব্দ শুনিতে পাইতে—যদি জানিতে পারিতে, যে তুমি আবার এখনই সরিয়া অদৃশ্য হইবে, এই ভয়ে তাহার দেখার "খ হক্টতেছে না! নগেন্দ্র । দীপের দিগে পশ্চাৎ করিয়া দাড়াইয়াছ—একবার সাপ সম্মুখে করিয়া দাড়াও ! তুমি দাড়াও, সরিও না —কুন্দ বড় দুঃখিনী । দ", ও—তfe; হইলে, সেই পুষ্করিণীর স্বচ্ছ শীতল বারি —তাহার তলে নক্ষত্রচ্ছায়া-—তঙ্গিরি তার মনে পড়িবে না । ঐ শুন । কাল পেচা ডাকিল ! তুমি সরিয়া যাইবে, আর কুন্দনন্দিনীর করিবে ! দেখিলে বিদ্যুৎ ! তুমি সরিও ন –কুন্দনন্দিনার ভঙ্গ করিলে । ঐ দেখ, আবার কালে মেঘ পলনে চাপিয়া যেন .যুদ্ধে ছুটিতেছে। ঝড় বৃষ্টি হইবে ! কৃ. মদকে কে আশ্রয় দিবে ? দেখ, তুমি গবাক্ষ মুক্ত করিয়াছ,


ভয় আপনার কীৰ্ত্তি । ঝণকে২ পতঙ্গ আসিয়া তোমার শয্যাগৃহে প্রবেশ করিতেছে। কুন্দ মনে করি তেছে, কি পুণ্য করিলে পতঙ্গ জন্ম হয় । কৃন্দ ; পতঙ্গ যে পুড়িয়া মরে । কুন্দ তাই চায় । মনে করিতেছে, “আমি পুড়িলাম —মরিলম না কেন ?” নগেন্দ্র মাসী বন্ধ করিয়া সরিয়া গেলেন। নিদয় । ইহাতে কি ক্ষতি ! মা, তোমার রাত্রি জাগিয়া কাজ নাই—নিদ্রা যাও—শরীর অসুস্থ হইবে। কুন্দনন্দিনী মরে, মরুক। তোমার মাত না ধরে, কন্দনন্দিনীর কামনা এই । এখন আলোকময় গবাক্ষ যেন অন্ধকার হইল। চাহিয়া, চাহিয়া, চাহিয়া, চক্ষের জল মুছিয়া, কুন্দনন্দিনী উঠিল । সম্মুখে যে পথ পাইল—সেই পথে চলিল। কোথায় চলিল ? নিশাচর পিশাচ ঝাউ গাছের সর২ শব্দ করিয়া জিজ্ঞাসা করিল,—“কেথায় যাও " - তালগাছের তর২ শব্দ করিয়া বলিল,“কোথা যাও ?” পেচক গম্ভীর নাদে বলিল, “কোথায় ঘ{ও ?” উজ্জ্বল গবাক্ষ শ্রেণী বলিতে লাগিল, “যায় যাউক-আমরা , জার নগেন্দ্র দেখাইব না ।” তবু কুন্দনন্দিনী —নিৰ্ব্বোধ কুন্দনন্দ্রিনী, ফিরিয়া২ সেই দিকে চাহিতে লাগিল । , ও সূর্যমুখি! স্বাক্ষসি ! ওঠ । দেখ দেখd, অনাথিনীকে ফেরাও ! . & • * : , ... . . . .