পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«wwfa, &as, xew 1 তখন মেধিৰ বুঝে কার কত গরিম। বিধুর কিরণ কোলে, কি মাধুরী শোতে তায় কে বোঝে সে মহিমা— কে জেৰে বিলাতিকুল লিলি পড়ে উপমা ? <s Qo কি ফুলে তুলনা তুলি বল দেখি চাপাতে ? প্রগাঢ় স্ববাস মার, প্রেমের পুলকাগার, বঙ্গবাসী রঙ্গরসে মত্ত আছে যাহাতে । কোথায় ঈরাণী গুল, এ ফুলের সমতুল, কোথা ফিকে ভায়োলেট গন্ধ নাছি তাহাতে— কি ফুল তুলনা দিতে আছে বল চাপাতে ? q কতই কুসুম আরো আছে বঙ্গ-আগারে— মালতী, কেতকী, জাতী, ' বাধুলি, কামিনী, পাতি, টগর মজিক নাগ লিশিগন্ধা শোভা রে । কে করে গগনা তার— অশোক, ৰিংশুক আর, কত শত ফুলকুল ফোটে নিশিতুষারে— স্বধার লহরীমাখা বঙ্গকুল মাঝারে । br কিবা সে অপরাজিত নীলিময় মাধুৰী ! লতায় লতার পরে, ভ্রমরে হৃদয়ে ধরে, লাজে অবনত-মুখী, তমুখানি জাবরি । তাই এত ভালবাসি কালোতে চপল হাসি— r কে খোজে রে প্রজাপতি পেলে হেন ভ্রমরী ?— মরি কি অপরাজিত নীলিময় মাধুরী। ఏ এ মাধুরী মৃধারস পাব কোথা কুকুমে ? এমন কোথায় আর • কোমল কুসুম হার, পরিতে দেখিতে চুতে আছে এ নিখিল ভূমে ? কোথা হেন শতদল, থাকে প্রিয়মুখ চেয়ে মধুমাখা শরক্ষে— ৰজকুলৰাল বিনা মধু কোথা কুমে ? विश्ड्सक । উপন্যাস । আবাঙ্কমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত । 聽 প্রথম পরিচ্ছেদ । নগেন্দ্রের নৌকা যাত্রা । নগেন্দ্র দত্ত নৌকারোহণে বাইতেছিলেন। | দেখিও, নীেক সাবধানে লইও, তুফান জ্যৈষ্ঠমাস, তুফানের সময়; ভাৰ্য্যা স্বৰ্য্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন,