পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ e বিষবৃক্ষ । {.चत्रण-नि, टेक:, ४२१० ।) দেখিলে লাগাইও,"ঝড়ের সময় কখম নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়াছিলেন ; নহিলে সুৰ্য্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক মোকদম মামলার তদ্বির করিতে হইবে । নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি, জমিদার । তাহার বাসস্থান গোবিন্দপুর। ষে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া, হরিপুর বলিয় তাহার উল্লেখ করিব। নগেন্দ্র বাবু যুবা পুরুষ, বয়ঃক্রম ত্রিংশৎ বর্ষ মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম দুই এক দিন নিৰ্ব্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন ; নদীর জল অবিরল চল চল চলিতেছে— ছুটিতেছে—নাচিতেছে—হাসিতেছে—.ডাকিতেছে। জল অশ্রাস্ত—অনস্ত—ক্রীড়াময় । জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালের গরু চরাইতেছে, কেহ বা বৃক্ষের তলায় বসির গান করিতেছে, কেহ তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ ভুজ খাইতেছে। কৃষকে লাঙ্গল চষিতেছে, গোরু ঠেঙ্গাইতেছে, গোককে মানুষের অধিক করিয়া গালি দিতেছে, কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কলসী, ছোড়া কাথা, পচা মাদুর লইয়া কৃষকের মহিষীরা, রূপার তারিজ, নাক ছাবি, পিতলের পৈছে, দুই মাসের ময়লা পরিধেয় বস্ত্র, মসীনিন্দিত গায়ের বর্ণ, রক্ষ কেশ লইয়া বাজার বসাইতেছেন। তাহার-মধ্যে কোন স্বন্দরী মাতায় কাদা মাখিয়া মাত ঘসিঙ্কেছেন, কেহ ছেলে ! ঠেঙ্গাইতেছেন, কেহ কোন অল্পদিষ্ট, j له ونفق. كانت تكعتيبي অব্যক্তনামী প্রতিবাসিনীর সঙ্গে উদেশে কোলাল" করিতেছেন, কেহ কাষ্ঠে কাপড় আছড়াইতেছেন। কোন কোন ভদ্রগ্রামের ঘাটে কুলকামিনীর ঘাট আলো করিতেছেন । ম্প্রাচীনার বকৃত করিতেছেন,—মধ্যমবয়স্কার শিবপূজা করিতেছেন—যুবতীর ঘোমটা দিয়া ডুব দিতেছেন—আর বালক পূজার ফুল কুড়াইতেছে, সাতার দিতেছে, সকলের গায়ে জল দিতেছে, কখন কখন ধ্যানে মগ্ন মূদিতনয়ন কোন গৃহিণীর সন্মুখস্থ কাদার শিব লইয়া পলাইতেছে । ব্রাহ্মণ | ঠাকুরেব নিরীহ ভাল মানুষের মত ಝಿ| মনে গঙ্গার স্তব পড়িতেছেন, পূজা করিতে- } ছেন, এক এক বার আগ্রীবা নিমজ্জিতা কোন যুবতীর প্রতি অলক্ষ্যেতে চাহিয় | লইতেছেন। আকাশে শাদা মেঘ ; রৌদ্রতপ্ত / হইয়া চুটিতেছে, তাহার নীচে কৃষ্ণবিন্দুবৎ ! পাখী উড়িতেছে, নারিকেলগাছে টল বসিয়া, | রাজমন্ত্রীর মত চাবিদিক দেখিতেছে, কাহার { কিসে ছে: যাবিবে। বক ছোট লোক, কাদা | ঘাটির বেড়াইতেছে। ডাহক রসিক লোক, { ডুব যারিতেছে। আর আর পার্থী হাস্ক লোক, | কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটুরিয়া | নৌকা হটর হটর করিয়া যাইতেছে,—আপনার । প্রয়োজনে। ক্ষেয় নৌক৷ গজেন্দ্র গমনে । যাইতেছে,–পরের প্রয়োজনে। - বোঝাই । নৌকা যাইতেছে , না—তাহাদের প্রভুর প্রয়োজন মাত্ন । 始 নগেন্দ্র প্রথম দুই এক দিন দেখিতে | দেখিতে গেলেন। পরে এক দিন আকাশে |