পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদশম, কাঃ, ১২৭৯ । ভারতবর্ষীয় বিজ্ঞান সভা। . *२६१ ! তত্ত্ব প্রভৃতি বহুবিধ শাখা বহুদূর বিস্তীর্ণ হইয়াছিল । কিন্তু আক্ষেপের বিষয় এই, এক্ষণে অনেকেরই প্রায় লোপ ইইয়াছে; নামমাত্র অবশিষ্ট আছে। ৩ । এক্ষণে ভারতবর্ষীয়দিগের পক্ষে বিজ্ঞানশাস্ত্রের অনুশীলন নিতান্ত আকশুক হইয়াছে ; তন্নিমিত্ত ভারতবর্ষীয় विख्ठान-नड, नरम একটি সভা কলিকাতায় স্থাপন করিবার প্রস্তাব হইয়াছে । এই সভা প্রধান সভারূপে গণ্য হইবে, এবং আবশ্যকমতে ভারতবর্সের ভিন্ন ভিন্ন ; অংশে ইহার শাখা-সভা স্থাপিত হুইবে । 8 : রিয়া বিজ্ঞান অনুশীলন বিষয়ে প্রোৎ- : সাহিত ও সক্ষম করা এই সভার প্রধান উদ্দেশ্য ; আর ভারতবর্ষ সম্পৰ্কীয় যে | সকল বিষয় লুপ্তপ্রায় হইয়াছে, তাহ রক্ষণ করা (মনোরম ও জ্ঞানদায়ক প্রাচীনগ্রন্থ সকল মুদ্রিত ও প্রচারিত করা) সভার আনুষঙ্গীক উদ্দেশ্য। . ৫। সভা স্থাপন করিবার জন্য একটা গৃহ, কতকগুলি বিজ্ঞানবিষয়ক পুস্তক ও যন্ত্র এবং কতকগুলি উপযুক্ত ও অনুরক্ত ব্যক্তি বিশেষের আবশ্বক। অতএর এই প্রস্তাব হইয়াছে ধে কিছু ভূমি ক্রয় করা ও তাঁহার উপর একটা জাবশ্বকামুরূপ ভ"ঞ্চা এবং শাহার এক্ষণে বিজ্ঞানামুশীলন করিতেছেন, কিম্বা র্য- { হার এক্ষণে বিদ্যালয় পরিত্যাগ করিয়াছেন ; অথচ বিজ্ঞানশাস্ত্র অধ্যয়নে একান্ত অভিলাষী, কিন্তু উপায়াভাবে সে অভিলাষ পূর্ণ করিতে পারিতেছেন না, এরূপ ব্যক্তিদিগকে বিজ্ঞানচর্চা করিতে আহবান করা হইবে t ৬। এই সমুদয় কাৰ্য্য সম্পন্ন করিতে হইলে অর্থই প্রধান অবিশুক, অতএব ভারতবর্ষের শুভানুধ্যায়ী ও উন্নতীচ্ছজনগণের নিকট বিনীতভাবে প্রার্থনা করিতেছি যে, তাহারা আপন আপন ধনের কুয়দংশ অপণ করিয়া উপস্থিত ভারতবর্ষীয়দিগকে আহবান ক- ' - বিষয়ের উন্নতি সাধন করুন । ৭ । যাহারা চাদ গ্রহণ করিবেন, তাহাদের নাম পরে প্রকাশিত হইবে, আপাততঃ র্যাহারা স্বাক্ষর করিতে কিম্বা চাদ দিতে ইচ্ছা করিবেন, তাহারা নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রেরণ করিলে । সাদরে গৃহীত হইবে। অনুষ্ঠাতা শ্ৰীমহেন্দ্রলাল সরকার । - অনুষ্ঠানপত্রের সাতটি ধারা ক্রমে । গ্রহণ করিয়া প্রত্যেক ধারা সম্বন্ধে আদাদের যাহা বক্তবা, তাহ বলিব । , .. ১। “বিশ্বরাজ্যের জাশ্চৰ্য্য ব্যাপার" সকলে স্থিরচিত্তে আলোচনা করিলে? অন্তক্ষেরণে তরলের সকল্প হয় " ; مج، هة