পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t वभ्रषभfञ,४व:, »३**.) মেঘ উঠিল, মেঘে আকাশ ঢাকিল, মীর জল কাল হইল, গাছের মাথা কটা হইল, মেঘের cझांटन बक डेफ़िन, नौ निघ्नना श्ल। নগেন্দ্ৰ নাবিকদিগকে আজ্ঞা করিলেন, “নীেকাটা কিনারায়ুবাধিও।” রহমত স্বোক্ষ মাঝি তখম’নেমাজ করিতেছিল, কথার উত্তর দিল না। রহমত আর কখন মাঝিগিরি করে নাই—তাহার নানার ফুস্থ মারি মেয়ে ছিল, তিনি সেই গৰ্ব্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন, কপালক্রমে সিদ্ধকাম হটয়৷ ছিলেন। রহমত হাকে ডাকে খাটাে নন, নেমাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিল, “ভয় কি হজুর । আপনি নিশ্চিন্ত হইয়া থাকুন।° রহমত মোল্লার এত সাহসের কারণ .এই যে, কিনারা অতি নিকট, অবিলম্বেই কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকের নামিয় নৌকা কাছি করিল। বোধ হয়, রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল, ঝড় কিছু গুরুতর বেগে আসিল । ঝড় আগে আসিল। বড় ক্ষণেক কালু গাছ পালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহোদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন দুই ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি, ভাই ঝড়ের কাধে চড়িয়া উড়িতে লাগিল। দুই ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙ্গে, লতা ছেড়ে, ফুল লোপে, নদীর জল উড়ায়, “নানা উৎপাত করে । এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল, আর এক ভাই তাহার দাড়িতে প্রশ্রবণের স্বজন করিল। মাল্লারা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব সার্স ফেলিয়া দিলেন। ভূত্যের নৌকার সজ্জা সকল রক্ষা করিতে | विक्दूक ! ২১ jf লাগিল । নগেন্দ্র বিষম সঙ্কটে পড়িলেন। নৌক | হইতে ঝড়ের ভয়ে নামিলে, নাবিকেরা । কাপুরুষ মনে করিবে—ন নামিলে স্বৰ্য্যমুখীর । কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ । জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি ?’ | ক্ষতি কি, তামরা জানি না, কিন্তু নগেন্দ্র | ক্ষতি বিবেচনা করিতেছিলেন । এমত সময়ে । রহমত মোল্লা স্বয়ং বলিল যে, “হজুৰ, পুরাতন | কাছি, কি জানি কি হয়, ঝড় বড় বাড়িল, { নৌকা হইতে নামিলে ভাল হইত। সুতরাং ! নগেন্দ্র নামিলেন। d নিরাশ্রয়ে, নদীতীরে ঝড় বৃষ্টিতে দাড়ন । কাহার সাধ্য নহে। ৰিশেষ সন্ধ্যা হইল, | ঝড় থামিল না, সুতরাং আশ্রয়ানুসন্ধানে । যাওয়া কৰ্ত্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদীতীর হইতে গ্রাম কিছু দূরবর্তী, নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন । বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘপরিপূর্ণ; সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা । নগেন্দ্র চলি- } লেন, ফিরিলেন না । আকাশের মেঘাড়ম্বর কারণ রাত্রি প্রদোষ কালেই ঘমান্ধ তমোময়ী হইল। গ্রাম, গৃহ, প্রাত্তর, পথ, নদী, কিছুই লক্ষ্য হয় না। । কেবল, বনবিটপী সকল, সহস্ৰ সহস্র খদ্যোতুমালা-পরিমণ্ডিত হইয় হীরক-খচিত কৃত্রিম, বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবল | গজনবিরত শ্বেত-কৃষ্ণাভ মেঘমালার মধ্যে হ্রস্বীপ্তি দোমিনী মধ্যে মধ্যে চমকিতেছিল