পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} २७ \ মা আসিয়াছিলেন । “ তিনি আমাকে ডাকিলেন, “আমার সঙ্গে আয় । আমার কেমন দুৰ্ব্বদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মীর সঙ্গে গেলাম না । এপন ভাবিতেছি, কেন গেলাম না। এখন আর যদি তিনি আসেন, তবে আমি যাই। তাই ঘন ঘন | আকাশ পানে চাহিয়া দেখিতেছি।” চাপা কহিল, “ই ! মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে ” তখন কুন্দ স্বপ্ন বৃত্তাস্ত সকল বলিল । শুনি চাপ বিস্মি তা হইয়া কহিল, “সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে, তাহাদের চেন ?” কুল। না ; তাহদের আর কখন দেখি | নাই। সেই পুরুষেৰ মত সুন্দর পুকু যেন | কোথাও নাই। এমন রূপ কথন দেখি | नाई। - এ দিকে নগেন্দ্র প্রভাতে গাত্ৰোখান করিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, “এই যুক্ত ব্যক্তির কন্যার কি হইবে ? সে কোথায় থাকিবে ? তাহার কে আছে - ইহাতে সকলেই উত্তর করিল যে, উহার থাকিবার স্থান নাই, উইবি কেহ | নাই। তখন নগেন্দ্র কছিলেন, “তবে তোমরা কেহ উহাকে গ্রহণ কর। উহার বিবাহ দিও। তাহার ব্যয় আমি দিব। আব যত দিন সে তোমাদিগের বাড়ীতে থাকিৰে, তত |”দিন আমি তাহার ভাগপোষণব ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দিব।" নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন, তাঁহা হইলে অনেকেই তাহার কথায় স্বীকৃত বিষবৃক্ষ। . ( २त्रम*न, रेव:, s२ax ।) | হইতে পারিত। পরে নগেন্দ্ৰ চলিয়া গেলে, কুন্দকে বিদার কবিয়া দিত, অথবা দাস্য- | বৃত্তিতে নিযুক্ত করিত। কিন্তু নগেন্দ্র ক্লেপ মৃঢ়তার কার্য্য কবিলেন না। স্বতবাং নগদ টাকা না দেখিয়া, কেহই তাহার কথায় স্বীকৃত ੇਸ਼ না । * > • • . তখন নগেন্দ্রকে নিরুপীয় দেখিয়া একজন বলিল, “শ্যামবাজারে ইহার এক মাসীর . বাড়ী আছে । বিনোদ ঘোষ - ইহার মেসে । আপনি কলিকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া -সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থ কন্যাব উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয় । অগত্য নগেন্দ্র এই কথায় স্বীকৃত । হইলেন এবং এই কথা বলিলাব अछ, কুন্দকে ডাকিতে পাঠাইলেন। চাপা কুন্দকে সঙ্গে কবির লইয়া আসিল। . আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে : দেখিয়া, কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের স্থায় I *াড়াইল তাহাব আর পা সলিল না। সে বিস্ময়োৎফুল্ললোচনে বিমূঢ়ার দ্যায় নগেন্দ্রেব প্রতি চাহিয়৷ পহিল। চাপ কহিল, ও কি, দাড়ালি যে ?” কুঁদ অঙ্গুলি নির্দেশ্নের দ্বারা দেখাষ্টয়া কহিল, “এই সেই!” চাপ কহিল, “ওই কে ?” কুন্দ কহিল, “যাহাঁকে মা কাল রাত্রে আকাশের গাদে দেখাইয়াছিলেন।” . . . . তখন চাপাও লিস্মিতা ও শঙ্কিত হইয় দাড়াইল। বালিকাদিগকে অগ্রসর হইতে সঙ্কুচিত দেখিয়া নগেন্দ্র তাহাদিগের নিকট ¤gas