পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शश्नकर्णन, లిyరి বৃষবৃক্ষ । দ্বাবিংশ পরিচ্ছেদ । চোরের উপর বাটপাড়ি । হীরা দাসীর চাকরি গেল, কিন্তু দত্ত বাড়ীর সঙ্গে সম্বন্ধ ঘুচিল না। সে বাড়ীর সন্ধাদের জন্য হীরা সর্বদা ব্যস্ত। সেখান কার লোক প:ইলে ধরিয়া বসাইয়া গল্প ফাদে। কথার ছলে সূর্যমুখীর প্রতি নগেন্দ্রের কি ভাব, তাহা জানিয়া লয় । যে দিন কাহার ও সাক্ষাং ন পায়, সে দিন ছল করিয়া বাবুদের বাড়তেই অtসিয়া বসে । দাসী মহলে পীচ রকম কথা পাড়িয়া, অভিপ্রায় সিদ্ধ করিয়া চলিয়া যায় । এই রূপে কিছু দিন গেল। কিন্তু এক দিন একটি গোলযোগ উপস্থিত হইবার সস্তাবনা হইয়া উঠিল।— দেবেক্সের নিকট হীরার পরিচয়াবধি, হীঃার বাড়ী মালভী গোয়ালিনীর কিছু ঘন২ বাতায়াত হইতে লাগিল। মালতী দেখিল, তাহাতে হীরা বড় সস্তুষ্ট নছে। আরও দেখিল, একটি ঘর প্রায় বন্ধ থাকে। সে ঘরে, হায়ার বুদ্ধির প্রাখৰ্য হেতু, বাহির হইতে শিকল এবং তাছান্তে তাল চাবি আ টি থাকিত, কিন্তু [ sà.} | |

# § }

এক দিন অকস্মাং মালতী আসিয়া দেখিল, তাল চাবি দেওয়া নাই। মালতী হঠাৎ শিকল খুলিয়া দুয়ার ঠেলিয়৷ দেখিল দেখিল, ঘর ভিতর হইতে বন্ধ । তখন সে বুন্সিল, ইহার ভিতর মানুষ থাকে । মালষ্টা হীরাকে কিছু বলিল না, কিন্তু মনে ২ ভাপিতে লাগিল—মনুষটা কে ? প্রথমে ভাবিঘ্ন, উপপতি । কিন্তু কে কার উপপতি, মালাউ সকলই ত জ্ঞানিত— এ কথা সে বড় মনে স্থান দিল না । শেষ তাহার মনে২ সন্দেহ হইল—কুন্দই বা এখানে আছে । কুন্দের নিরুদ্দেশ হওয়ার কথা মালতী সকলই শুনিয়াছিল। এ খন সন্দেহ ভঞ্জরার্থ শীঘ্র-সন্ত্রপায় করিল। হীরা বাবুদিগের বাড়াঁহইতে একটি হরিণশিশু জানিয়াছিল । সেটি বড় চঞ্চল বলিয়া বাধাই থাকিত। এক দিন মালভী তাহাকে আহার করাইতেছিল । আহার করাইতে করাইভে হীরার অলক্ষ্যে তাছর বন্ধন খুলিয়া দিল । হরিণশিশু মুক্ত হইবামাত্র বেণে বাহিরে পলায়ন করিল। দেখিয়া, হীরা ধরিবার জন্য তারপ শতাং২ ে,ল ।