পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| আমরা বড় লোক.। আমরা বড় লোক । পৃথিবীৰ সকল দেশেই প্রায় দেখিতে পsিরা যায়, জাতিভেদে মনুষ্যের পরিচ্ছদপ্রণালীর এক একটা স্বতন্ত্র নিয়ম আছে, এবং মনুষ্যের অবস্থার উন্নতির সহিত বস্ত্রাদি ব্যবহারের নিয়মও উৎকৃষ্ট হইয়া আইসে । এই প্রথাটা এত সাধারণ যে, মনুষ্য জাতির মধ্যে কে সভ্য, কে অসভ্য, পরিচ্ছদ দৃষ্টি মাত্রেই বলা যাইতে পারে ; এবং তদ্বারা কে কোন দেশের বা কোন জাতীয় লোক, প্রায়ই বুঝিতে পারা যায়। এমন কি, বন্ত অসভ্য জাতিরাও যে সৰ্ব্বাঙ্গে উলকি ৱ্যবহার করিয়া থাকে, তাহাতেও পবম্পবের মধ্যে প্রভেদ আছুে ; দেখিলে বুঝা যায়, কে কোন জাতীয় বন্ত । কিন্তু আমরা "বড় লোক !” আমাদিগের পরিচ্ছদ দৃষ্টি আমরা কোন জাতীয়—বন্ত কি সভ্য—তাহ বিচার করিয়া উঠা বিধাতারও অসাধ্য। কেহ যদি এ দেশের কোন সভামণ্ডলী অথবা জনতার প্রতি একবাব নিরক্ষণ করিয়া দেখেন, তবে বুঝিতে পারিলেন, সেট কি দুরূহ ব্যাপার। আমরা যে কত বার কত দিন অবাক হইয়। এই রহস্য দেখিয়াছি, বলিতে পারি না । অপরসাধারণের কথা থাক ; ভদ্রলোকের কথাই মনে কর । যখন টাউনহলে কোন সভা হয়, তখন বড় বড় চেরেট, ব্রুহম, ফেস্টিন, আপিসজনি, এবং পাৰুিগাড়ী চড়িয়া স্তুসজ্জিত বাবুর সমবেত হইতে থাকেন। কিন্তু বেশবিন্যাস দেখিয়া

  • 鬱 جع

উর্ধার যে কোন জাতীয় লোক, এক জাতীয়

  • .--- --------

t e কি না, এবং কৈাথা হইতে উপস্থিত হইলেন, স্থির করিয়া উঠে কাহার সাধ্য। স্বৰ্য্যলোক কি চন্দ্রলোক হইতে নামতেছেন, ভূলোকবাসী, ছদ্মবেশ ধাবণ করিয়া মনুষ্য জাতিকে বঞ্চনা করিতেছেন, নিরূপণ করা বুদ্ধির অগম্য । কেহ বা অতিবৃদ্ধ প্রপিতামহের আমলের পুচ্ছবিশিষ্ট জামাজোড়া, কেহ বা বুককীট কীব', কেহ বা ঝকুমকে সার্টিন্‌ মকমলের চোস্ত চাপকান, কেহ ঝ দোদুল্যমান চোগা, লবেদ, কেহ বা আল্পাকা পাইনপেলের আদ্‌সাহেবি চায়না কোট, কেহ বা বুকুফোলান পুরোসাহেবী কামিজ কোট, কেহ বা ইজের চাপকানের উপর পাটকরা, অথবা কোচান চাদর, কেহ বা মুধু ধুতি চাদর পরেই আসিয়াছেন। তাছাতে আবার শা, কালে বিচিত্র শোভা । মধ্যে মধ্যে ফুটকি, ফুলকাটাও দেখিতে পাওয়া যায় । মস্তকের সজ্জা আরো অদ্ভুত। মরেশী, মোগলাই, অমুম সামলা, ক্যাপ, টোপর, টুপি, তাজ—কত শত প্রকার, তাহার সীমা পরিসীমা নাই । পাঠকগণ স্মরণ করিও, এ সকল ইংবাঞ্জা ধরণের সভায় সভাস্থ হইবার পোশাকৃ। দেশীয় সামাজিক কাৰ্য্যোপলক্ষে সভাস্থ হইবাৰ পরিচ্ছদপদ্ধতি অন্তরূপ। তুখন, “দুঞকটা শিশু ও বৃদ্ধ বালক ছাড়া প্রায় সকলেই বিলাতি-মিশনে দেশী চেলে সজ্জা করিয়া আইসেন। ধুতি চাদর হাফ মোজা, ফুল ..মোজ এবং স্বছব্য পিরানেরই ধুম পড়ে যায়। (शक्रझ*fन, t*:. ७२६s ।

গোলাপী, বেগুনে, জরদা, সবুজ, নীল বঙ্গের } | |