পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૦૧• নুতন গ্রন্থের সমালোচনা । (বঙ্গদর্শন,ফাঃ ১২৭৯ ) সংস্কৃত যন্ত্র। এখানি উপন্যাস। গ্রন্থ ; ভূদয় কাল নিরূপণ সময়ে ঐযুক্ত কার লিখিয়াছেন যে, “সদনুষ্ঠান বলি- তারানাথ তর্ক বাচস্পতির মতানুবর্তী য়াই হাস্যম্পদের ভয় করিলাম না। হইয়াছেন। তৎপ্রতিবীদার্থ আমাদের | এইটি আমার প্রথম চেষ্টা।” অতএব কিছু বক্তব্য আছে, অবকাশ হয়, সময়আমরাও সবিস্তারে কিছু বলিতে পারি- ; স্তরে বলিব । বাঙ্গালা অনুবাদটী আর লাম না। হরিশ বাবুর উদ্যম প্রশংস- একটু সরল এবং সাধারণের বোধগম্য নীয়, এবং তাহার স্যায় ব্যক্তি বাঙ্গালা হইলে ভাল হইত রচনায় অনুরাগ প্রকাশ করেন, ইহা ৫। প্রথম শিক্ষা বীজগণিত। শ্রীরাবাঞ্ছনীয়। জকৃষ্ণ মুখোপাধ্যায় এম এ, বি এল, ৩। বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ। ক্রতা- সঙ্কলিত। ইংরাজি হইতে নুতন এরকনাথ চক্রবর্তী কর্তৃক প্রণীত। কলি- কটি শাস্ত্র বাঙ্গালায় সঙ্কলিত করা কত কাতা, বাল্মীকি যন্ত্র । , বড় কঠিন কাজ, তাহা যাহার এমন বিষয়টি নিতান্ত আদরণীয়, এবং তারক বিষয়ে প্রবৃত্ত হইয়াছেন, তাহারাই জানপ বাবুর তৎপ্রতি অনুরাগ দেখিয় নেন । বীজগণিত সঙ্গলন, বোধ হয়, আমরা বিশেষ প্রীতিলাভ করিয়াছি । অন্যান্য বিষয়পেক্ষাও কঠিন । এই ৪ । মেঘদুতম্। শ্ৰীপ্রমথনাথ পণ্ডি দুরূহ ব্যাপারে রাজকৃষ্ণ বাবু যে রূপ তেন প্রকাশিতম ভাষান্তরিতঞ্চ । কলি- কৃতকাৰ্য্য হইয়াছেন, তাহাতে আমরা কাভা । বাল্মীকি যন্ত্র । অত্যন্ত প্রীত হইয়াছি । এমত বিষয়ে মেঘদূতের এই সংস্করণ দেখিয়া আ- এতাদৃশ কার্য সিদ্ধি রাজকৃষ্ণ বাবুর মরা বিশেষ আনন্দিত হইয়াছি। ইহা বুদ্ধি প্রখরতার বিশেষ পরিচয় । রাজমল্লিনাথের টাকা, নানা প্রকার পাঠান্তর কৃষ্ণ বাবু সুকবি, উত্তম আখ্যায়িকার এবং সদৃশ বাক্য সংকলন, এবং পরি প্রণেতা, স্বযোগ্য দার্শনিক, রাজব্যবস্থার শেষে, বাঙ্গলা পদ্যে একটি সুন্দর অনু- অধ্যাপনায় প্রতিষ্ঠাপ্রাপ্ত—এ সকল বাদের সহিত প্রচারিত হইয়াছে। সকল । বিষয়ের পরিচয় পূর্বেই পাওয়া গিয়াছে। দিক দেখিতে গেলে, বলা যাইতে পারে ; এই ক্ষুদ্র গ্রন্থের.দ্বারা গণিত শাস্ত্রে ও মেঘদূতের এরূপ সংস্করণদুলভ, এবং ! তাহার যে বিশেষ অধিকার আছে তাহার অন্যান্য উৎকৃষ্ট কাব্যের এই রূপ সংস্ক- | পরিচয় পাওয়া গেল। এ রূপ সর্বব্যাৱণ প্রচারিত হইলে অত্যন্ত মুখের বিষয় | পিনীবুদ্ধি অতিবিরল গ্রন্থখানিবিদ্যালয়ে হয়। প্রাণনাথ বাবু, কালিদাসের জ- ; ব্যবহার হইবার বিশেষ উপোযোগী।