পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ஒ. * আকাশে কত তারা আছে। । ঘনবিন্যস্ত। এই সকল নীহারিকান্তর্গত

    • b*

করিয়া আমি ইহা গণনা করিয়াছি যে, সমুদায় আকাশে সাত কোটি সত্তর লক্ষ ।

  • লক্ষ কোথায় ভাসিয়া যায় ! কোটি

নক্ষত্র আছে।” এই সকল সংখ্যা শুনিলে হতবুদ্ধি. যেখানে আকাশে তিন । আশ্চৰ্য্য ব্যাপার ভাবিতে ভাবিতে মনুষ্যবুদ্ধি চিস্তায় অশক্ত হইয়াউঠে। চিত্ত হইতে হয় । হাজার নক্ষত্র দেখিয়া আমরা তাসংখ্য নক্ষত্র বিবেচনা করি, সেখানে সাত কোটি সপ্ততি লক্ষের কথা দূরে থাক, দুই কোটিই কি ভয়ানক ব্যাপার। - কিন্তু ইহাতে আকাশের নক্ষত্র সংখ্যার শেষ হইল না। দূরবীক্ষণের সাহায্যে গগনাভ্যন্তরে কতকগুলি ক্ষুদ্র ধুম্রাকার পদার্থ দৃষ্ট হয়। উহাদিগকে নীহারিকা নাম প্রদত্ত হইয়াছে। যে সকল দুরবী- , ক্ষণ অত্যন্ত শক্তিশালী, তাহার সাহায্যে এক্ষণে দেখা গিয়াছে যে, বহু সংখ্যক । নীহারিকা কেবল নক্ষত্র পুঞ্জ। অনেক ! জ্যেতির্বিদ বলেন, যে সকল নক্ষত্র । আমরা শুধু চক্ষে বা দূরবীক্ষন দ্বারা : গগনে বিকীর্ণ দেখিতে পাই, তৎসমুদায় । ২৬৬৮ গুণ বৃহৎ, ইহা স্থির হইয়াছে। অসংখ্য ; কোন কোন নক্ষত্র যে এ সূৰ্য্যাপেক্ষ আকারে কিছুক্ষুদ্রতর,তাহাওগননারদ্বারা একটিমাত্র নাক্ষত্রিক জগৎ । নক্ষত্রময়ী মন্দাকিনী এই নাক্ষত্রিক বিশ্বের অন্তর্গত। এমন অন্যান্য নাক্ষত্রিক জগৎ আছে। এই সকল দূর-দৃষ্ট তারা পুঞ্জময় নীহারিক স্বতন্ত্র স্বতন্ত্র নাক্ষত্রিক জগৎ । সমুদ্রতীরে যেমন বালি, বনে যেমন পাতা, মালার রাশিতে যেমন ফুল, এক একটি নীহারিকাতে মক্ষত্র রাশি তেমনি অসংখ্য এবং | ভয়ঙ্কর আকার বিশিষ্ট, মহাভয়ঙ্কর ক্তে . বেজবৰ্গৰ, জয় ১২৭৯ নক্ষত্র সংখ্যা ধরিলে সাত কোটি সত্তর কোটি নক্ষত্র আকাশ মণ্ডলে বিচরণ করিতেছে বলিলে অত্যুক্তি হয় না। এই বিস্ময় বিহবল হইয়া যায়। সর্ববত্ৰগামিনী মনুষ বুদ্ধিরও গমনসীমা দেখিয়া চিত্ত নিরস্ত হয় । এই কোটি কোট নক্ষত্র সকলই সুৰ্য্য! আমরা যে এক সূৰ্য্যকে সূৰ্য্য বলি, সে কত বড় প্রকাগু বস্তু, তাহা বঙ্গদর্শনের দ্বিতীয় সংখ্যায় বর্ণিত হইয়াছে । ইহা পৃথিবী আগেক্ষা ত্রয়োদশ লক্ষ গুণ বৃহৎ। নাক্ষত্রিক জগত মধ্যস্থ অনেকগুলি নক্ষত্র যে এ সূর্যাপেক্ষাও বৃহৎ, তাহা এক প্রকার স্থির হইয়াছে। এমন কি, প্রজাপতি নামক নক্ষত্র (Sirius) এই সূর্ঘ্যের স্থির হইয়াছে। এইরূপ ছোট বড় মহা জোময় কোটি কোটিসূৰ্য্য অমগু আকাশে বিচরণ করিতেছে। যেমন আঁমাদিগের সৌরজগতের মধ্যবর্তী পূৰাকৈ ঘেরিয়া গ্রহ উপগ্রহাদি বিচরণ করিতেছে,ভেম্বনি iiiicti. دسشr:ثلاً: مئہش 0.32 مء