পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

`प्रॆेन च ..*३ं ) । প্রাবল্য নিবন্ধন কবিরঞ্জন ও র্তাহার হস্তু হইতে রায় গুণাকর যেমন গ্রহণ করি লেন ও কৃষ্ণনগরের পণ্ডিত কবিগণে একত্র মিলিয়া ভাষাকে এক মূৰ্ত্তন , স্রোতে ছাড়িয়া দিলেন, কোথা হইতে এক ভয়ানক রাজ্য বিপ্লব রূপ স্রোতঃ আসিয়া, এমনি কি, পঞ্চাশৎ বৎসরের মত সকল ক্রেীত বন্ধ করিয়া রাখিল। ১৭৫২ অবেদ অন্নদামঙ্গল গ্রন্থ শেষ হয় ; ১৭৫৭ অবেদ পলাশীর বিপৰ্য্যয় ; তার পর পঞ্চাশ বৎশর ভাষাতে উন্নতি অবনতি প্রায় কিছুই হয় নাই। জগন্নাথ তর্কপঞ্চানন প্রভৃতি মহামহোপাধ্যায় পণ্ডিত সকল বিরাজ করিয়াছেন, কিন্তু । ভাষা মুখবদ্ধ জলাশয়ের স্যায় স্থির ভাবে ছিল। উপপ্লব কৰ্ত্ত মহাত্মা রমমোহন রায় আসিয়া তাহার মুখ খুলিয়া দিলেন । ভাষা এক দিগে যাইতেছিল ; pকিন্তু আকবর শাহের তোড়র মল্লের স্বায় আমাদিগের শাহন শাহের তোলপাড়মল্পগণ এই ১৮৭২ অব্দে এক বৎ সরেই কি করেন, দেখুন। ক। স্বয়ং বাঙ্গালার কৰ্ত্ত বলিতেছেন, সংস্কৃত মিশ্রণে আমার বাঙ্গালা ভাষার পবিত্র শোণিত দুষিত করিও না; যত পারসী ইংরাজি মিশাও, তাহাতে লাভ বই নোকশান নাই। খ। আৰেীষ্টট জেনেরাল হিসাব বাঙ্গালী ভাষা i. | s ૩૬૬

রাজি জান আর নাই জান, আমি ইং

রাজিতে হিসাব বুঝি, সকলে ইংরাজিতে হিসাব রাখিবে । গ। ওদিগ হইতে বামস সাহেব বলিতেছেন, বাঙ্গালী ভাষাটা ৰড গোল মেলে গতিতে রেগে যাইতেছে—এসো আমরা জন কয়েকে মিলিয়া, বালেশ্বর ক্যানাল কোম্পানির স্যায় খাল কাটিয়া বাঙ্গালা ভাষার জল পলতার ঘাটের ফিলটরের স্যায় ছাকনি দিয়া পরিস্কার করিয়া বেশ আস্তে আঁস্তে থালের ভিতর দিয়া এক দিকে লইয়া যায় । (জিজ্ঞাসা করি, কোন দিকে ? ) ঘ। কোন২ পরিণামদর্শন ভিমানী ইংরাজ ভ্ৰকুট ভঙ্গী করিয়া মৃদুহাস্যে বলিতেছেন, অস্ত্রেলিয়া দেখ, আমেরিকা দেখ ; আর ঐ দেখ, হিমালয় প্রদেশে সাক্ষণ উপনিবেশ সংস্থাপন হইতেছে, কাহাকেও কিছু কষ্ট পাইতে হইবে না। আপন আপনি চসরের ভাষা ভারতের | অষ্টাদশ ভাষার লোপ করিবে । এই সকল বিষয়ের বিশেষ সমালোচন আমাদের উদ্দেশ্য নহে। যেরূপ বিশেষ কারণে ভাষার পরিবর্তন হয়, সেই রূপ অনেক গুলির সূত্রপাত এ বৎস৮, হইয়াছে ; ইহাতে কি হইবে, বলিতে পারি না। আকবর শাহের সময়ে এইরূপ কারণে চণ্ডীর ভাষার স্থায় ভাষার স্থাঃ হইয়াছিল। আকবর শীছের পরও