পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిసెరి •ব্যগ্রতা জন্মিয়াছিল, কিন্তু দুই জনের কেহই এ কথা কাহাকে জিজ্ঞাসা করিলেন না—এ লজ্জার কথা কি প্রকারে অপর লোককে মুখ ফুটিয়া জিজ্ঞাসা করিবেন ? অতি ব্যস্তে কমলমনি অস্তঃপুরে প্রবেশ করিলেন এবার সতীশ যে পশ্চাৎ পড়িয়া রহিল, তাহ ভুলিয়া গেলেন। বাটীর ভিতর প্রবেশ করিয়া, অস্পষ্ট স্বরে, সাহসশস্ত হইয়া দাসীদিগকে ; জিজ্ঞাসা করিলেন যে, সূৰ্য্যমুখী কো- } থায়? মনে ভয়, পাছে কেহ বলিয়৷ ফেলে যে, বিবাহ হইয়া গিয়াছে—পাছে কেহ বলিয়া ফেলে, সূৰ্যমুখী মরিয়াছে। । দাসীরা বলিয়া দিল, সূৰ্য্যমুখী শয়ন । কক্ষে আছেন। কমলমণি ছুটিয়া শয়ন । কক্ষে গেলেন। i প্রবেশ করিয়া প্রথমে কাহাকেও দে- } খিতে পাইলেন না। মুহূৰ্ত্তকাল ইতস্তত ; নিরীক্ষণ করিলেন। শেষে দেখিতে পাইলেন, কক্ষ প্রান্তে, এক রুদ্ধ গবাক্ষ সন্নিধানে, অধোবানে একটি স্ত্রীলোক বসিয়া আছে। কমলমণি র্তাহার মুখ দেখিতে পাইলেন না, কিন্তু চিনিলেন যে সূৰ্য্যমুখী। পরে সূৰ্যমুখী তাহার পদধ্বনি পাইয়া উঠিয়া কাছে আসিলেন। সূৰ্য্যমুখীকে দেখিয়া কমলমণি-বিবাহ | হইয়াছে কি না, ইৰা জিজ্ঞাসা করিতে | . উঠিয়া পড়িয়াছে—নবদেবদারুতুলা সূৰ্য্যমুখীর দেহতরু ধনুকের মত ভাঙ্গিয়া পড়িয়াছে, সূৰ্য্যমুখীর প্রফুল্প | পদ্মপলাশ চক্ষু কোটরে পড়িয়াছে— | সূৰ্য্যমুখীর পদ্মমুখ দীর্ঘাকৃত হইয়াছে। কমলমণি বুঝিলেন যে, বিবাহ হইয়া | গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, “কবে । হলে ?” সূৰ্য্যমুখী সেইরূপ মৃদুস্বরে ৷ বলিলেন, “কাল।” d তখন দুই জনে সেইখানে বসিয়া নীরবে কঁাদিতে লাগিলেন—কেহ কীহাকে কিছু বলিলেননা। সূৰ্যমুখী কম- | লের কোলে মাথা লুকাইয়া কঁদিতে | লাগিলেন,—কমলমণির চক্ষের জল তা- | হার রুক্ষ কেশের উপর পড়িতে লা- | গিল! তখন নগেন্দ্র বৈঠকখানায় বসিয়া কি | ভাবিতেছিলেন ? ভাবিতেছিলেন, “কুন্দ | নন্দিনী ! কুন্দ আমার ! কুন্দ আমার স্ত্রী। ] কুন্দ ! কুন্দ ! কুন্দ ! সে আমার!” কাছে | শ্ৰীশচন্দ্র আসিয়া বসিয়াছিলেন—ভাল | করিয়া তাহার সঙ্গে কথা কহিতে পারি- ; তেছিলেন না। এক২ বার মাত্র মনে ; পড়িতেছিল, “সূর্যমুখী উদ্যোগী হইয়া ! বিবাহ দিয়াছে—তবে অামার এ স্বখে আর কাহার আপত্তি ?” * . க