পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কত জনক কাল্পনিক গল্প প্রকাশ করিয়া, গ্রন্থকার স্বীয় কলুষিত উস্তাবনী শক্তির পরিচয় দিয়াছেন । সম্প্রতি ইংরাজী ভূমিকা সহ যে একখানি "রঘুবংশ” কালিদাস । (वणब*वि, ज६, १९१al কালিদাসকে তাহার সভাসদ বিবেচনা করিয়াছেন । - বেনটি মসুর পাডির জর্নেল এসিয়াটীক” নামক পত্রিকায় “ভোজপ্রব ন্ধের” ফরাশিস অনুবাদ ও “আইন আকবরী” দৃষ্টে লিখিয়াছেন, ভোজদেখিয়া দুঃখিত হইলাম। রাজার ৮০০ শত বৎসর পরে বিক্রমাদি কালিদাস কোন গ্রন্থেই আপন পরি- | ত্যের সভায় কালিদাস বৰ্ত্তমান ছিলেন । চয় কিছুই প্রকাশ করেন নাই। লিখিত একথা সম্পূর্ণ অশ্রেদ্ধয় । পেন্টু, স্বীয় গ্রস্থে এরূপ অনেক প্রলাপ বাক্য ঃি খি সটাক মুদ্রিত হইয়াছে, তাহাতেও এই সকল কাল্পনিক গল্প সংকলিত হইয়াছে, আছে যে ;– - ধন্বন্তরিঃ ক্ষপণকোমরসিংহ শংকুঃ য়াছেন, তদ্‌ষ্টে তাহাকে হিন্দুদিগের র্বেতালভট্টঘটখপর কালিদালাঃ ইতিহাস বিষয়ে সম্পূর্ণ মূঢ় বিবেচনা হয় খাতে বরাহ মিহিরো নৃপতেঃ সভায়াং কর্ণেল উইলফোড, প্রিন্সেপ ও এলফিনি রতনানিৰৈ বঃরুচি নববিক্রমস্য। ! ষ্টন লিখিয়াছেন, কালিদাস প্রায় ১৪০০ এই মাত্র নবরত্বের পরিচয়ে তাহার প-! শত বৎসর পূর্বে বর্তমান ছিলেন। রিচয় । “অভিজ্ঞান শকুন্তল” গ্রন্থকার ; ভোজ প্রবন্ধের প্রমাণানুসারে গুজরাট এই পরিচয়ে কখনই সস্তুষ্ট থাকিতেপারি মালয় এবং দক্ষিণের পণ্ডিতগণ কহেন না ! স্বতরাং অন্যান্য সংস্কৃত গ্রন্থে : কালিদাস ১১০০ খ্ৰীষ্টাব্দে মুঞ্জর ভ্রাতুতাহার বিষয় অনুসন্ধান করা আবশ্যক। পুত্র উজ্জ্বয়িনী নিবাসী ভোজরাজের প্রায় পাঁচশত বৎসর বিগত হইল, সভাসদ ছিলেন । উজ্জয়িনীর রাজপাটে কোলাচল মল্লিনাথ সুরি কালিদাসের কতিপয় বিক্রমাদিত্য ও ভোজ আসীন কাব্য সমূহের টাকা রচনা করেন; তাহার ; হইয়াছিলেন ; তাহার মধ্যে শেষ ভোজ টীকা দক্ষিণাবর নাথের টক দৃষ্টে নৃপতির রাজ্য কাল ১১০০ রচিত হয়। কিন্তু তাহা অত্যন্ত দুষ্প্রাপ্য। স্থির হইয়াছে, এবং ইহাতে বোধ হয়, ভাষাতত্ত্ববিৎ লায়েন কৰেন, কালিদাস শেষ বিক্রমাদিত্যকে ভোজ বলিত, ও দ্বিতীয় খ্ৰীষ্টাব্দে সমুদ্র গুপ্তের সভায় তাহার নবরত্বের সভা ছিল। আমরা বর্তমান ছিলেন। লাসেন লাট প্রস্তর স্বয়ং “ভোজ প্রবন্ধে” পাঠ করিয়া দেখিফলকে সমুদ্রগুপ্তের “কৰিবন্ধু কাব্যপ্রিয়” য়াছি। তাছাতে লিখিত আছে, মালৰ প্রভৃতি প্রশংসাৰাদ দৃষ্টে কবিশ্রেষ্ঠ j দেশান্তর্গত ধারানগরাধিপ ভোজ, সিন্ধু