পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चवक्र्तन, च, १९१० ।) লের পুত্র এবং মুঞ্জের ভ্রাতুষ্পপুত্র। শৈশ বাবস্থায় পিতৃ বিয়োগ হওয়াতে তাহার পিতৃব্য মুঞ্জ রাজপদে প্রতিষ্ঠিত হয়েন এবং ভোজ র্তাহার কর্তৃত্বাধীনে থাকিয়া কালিদাস । 8ዬ » হইবেন।” ইহা পাঠ করিবামাত্র মুঞ্জের শরীর রোমাঞ্চিত হইল, এবং ভোজের নিমিত্ত অত্যন্ত ব্যাকুল হইলেন। তৎপরে তিনি জীবিত আছেন শুনিয়া বৎসরাজ বহু বিদ্যা অর্জন করেন। ভোজ ক্রমে দ্বারা তাঁহাকে আনাইয়া, ধার রাজ্য বিখ্যাত হওয়াতে উহার খুল্লতাত প্রদান করনান্তর, ঈশ্বরীরাধনা নিমিত্ত তদ্বারা সিংহাসনচ্যুত হইবার আশঙ্ক | অরণ্যে প্রবেশ করিলেন। ভোজ পিতৃকরিতে লাগিলেন, এবং কি প্রকারে তা- সিংহাসন পুনঃপ্রাপ্ত হইয়া অসংখ্য হার প্রাণ বিনাশ করিবেন, এই ভয়ানক । পণ্ডিতগণকে আহবান করিয়া আনাইয়াচিন্তা উহার হৃদয় কন্দরে ক্রমে বদ্ধমূল ছিলেন। আমরা ভোজ প্রবন্ধে কালিহইতে লাগিল। স্বয় করদ নৃপতি দাসের নাম সহ নিম্নলিখিত পণ্ডিত বৎসরাজকে আহবান করিয়া আনাইয়া গণের নাম প্রাপ্ত হইয়াছি ;– আপন দুষ্ট, অভিসন্ধি জ্ঞাপন করত । কপূর, কলিঙ্গ, কামদেব, কোকিল, ভোজকে অচিরে অরণ্য মধ্যে বিনাশ ; শ্রদচন্দ্র, গোপালদেব, জয়দেব, তারেন্দ্র, করিতে অনুরোধ করিলেন। কিন্তু তিনি দামোদর, সোমনাথ, ধনপাল, বাণ, ভবভোজকে গোপন রাখিয়া পশু শোণিতে ; ভুতি, ভাস্কর, ময়ুর, মল্লিনাথ, মহেশ্বর, লোহিতবর্ণ অসিমুর ভূপকে উপহার | মাধ, মুচকুন্দ, রামচন্দ্র, রামেশ্বরভক্ত, দিলেন। তদ্‌ষ্টে তিনি সানন্দচিত্তে জি- হরিবংশ বিস্তাবিনোদ, বিশ্ববস্ব, বিষ্ণুজ্ঞাসা করিলেন, ভোজ মানবলীলা সম্বরণ কবি, শঙ্কর, সম্বদেব, শুক, সীতা, সীমন্ত, করিয়াছে ? বৎসরাজ তচ্ছ,ণে একটি স্ববন্ধু ইত্যাদি। .. পত্রোপরি লিখিয়া দিলেন “মান্ধাতা, | পণ্ডিত শেষগিরি শাস্ত্রী লিখিয়াছেন, যিনি কৃতযুগে নৃপকুলের শিরোমণি স্বরূপ ছিলেন, তাহার মৃত্যু হইয়াছে। রাবণারি রামচন্দ্র, যিনি সমুদ্রে সেতু নিৰ্ম্মাণ করেন, তিনি কোথায়? এবং অস্তান্ত মহোদয়গণ এবং রাজা যুদ্ধ স্বৰ্গারোহণ করিয়াছেন কিন্তু পৃথিবী কাহার সহিত গমন করেন নাই, এবারে বল্লালসেন, ভোজ প্রবন্ধ ১২০ খ্ৰীষ্টাব্দে রচনা করেন, ইহাতে বোধ হয়, তিনি, ভোজরাজ বিদ্যোৎসাহী ছিলেন বিবে: চনায়, তাহার সম্মান বৃদ্ধির জন্য কালিদাস, ভবভূতি প্রভৃতি কবিগণকে কেবল অনুমান করিয়াই ভোজের সভাসদ স্থির করিয়াছেন। ভোজ চরিতে এই সকল, তিমি আপনার সহিত রসাতলগামিনী | কবির নাম পাওয়া য়ায়, স্বতরাং ভোজ